Stock Market Opening: আতঙ্কের প্রহর গোনা শুরু ! ধস নামতে পারে বাজারে
Share Market Update: বিশ্ব বাজারের প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারে। আজও মার্কেট খুলতে পারে গ্যাপ ডাউনে।
Share Market Update: বিশ্ব বাজারের প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারে। আজও মার্কেট খুলতে পারে গ্যাপ ডাউনে। সেই ক্ষেত্রে বুলসদের হাতে রাশ থাকবে না বলেই মনে করছে বিনিয়োগকারীরা। আগে থেকেই লগ্নি বাঁচানোর প্রচেষ্টায় থাকবে আমানতকারীরা।
US Markets update: মার্কিন বাজারে ধস জারি
আ্মেরিকার শেয়ার বাজারে 2021 সালের মার্চের শেষের মতো অবস্থা হয়েছে সূচক S&P 500-এর। এই প্রথমবার 4,000-এর নিচে থেমেছে সূচক। মেগা-ক্যাপিটাল গ্রোথ শেয়ারে বিক্রির ফলে সোমবার Nasdaq 4%-এর বেশি কমেছে। বিনিয়োগকারীরা ক্রমবর্ধমান সুদের হার নিয়ে চিন্তায় থাকায় বাজারে বিক্রি জারি রয়েছে। 2020 সালের নভেম্বরের পর থেকে Nasdaq তার সর্বনিম্ন স্তরে বন্ধ হয়েছে। Apple শেয়ার 3.3% কমেছে Microsoft Corp 3.7% ও Tesla Inc 9.1% কমেছে। এদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 653.67 পয়েন্ট বা 1.99% কমেছে। মার্কিন বাজারের এই হার এশিয়ার বাজারেও দেখা যাচ্ছে।
Asian Markets update: এশীয় বাজারে পতন
এশীয় শেয়ার মঙ্গলবার প্রায় দুই বছরের মধ্যে তাদের সর্বনিম্ন স্থানে নেমে এসেছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের MSCI-এর ব্রডার ইনডেক্স 0.8% কমেছে। টানা সাত দিন পতন হয়েছে সূচকে। এই বছর এ পর্যন্ত 17% পর্যন্ত হ্রাস পেয়েছে এই সূচক। এশিয়া জুড়ে বাজারে এই নেতিবাচক প্রভাব জারি রয়েছে। Nikkei 0.9% কমেছে, অস্ট্রেলিয়ান শেয়ার 2.5% হ্রাস পেয়েছে। সেখানে কোরিয়ান স্টক 2% কমায় ভারতের বাজারও আজ গ্যাপ ডাউনে খুলবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।
গতকালও বাজার খুলেছিল গ্যাপ ডাউনে। বিশ্ব বাজারের প্রভাব পড়েছিল ভারতের শেয়ার মার্কেটে। বড় পতনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সেনসেক্স ,নিফটি। সূচকে দেড় শতাংশ পতনের ফলে অনেকটাই পড়েছে বিভিন্ন ইনডেক্স। আজও সেই পরিস্থিতি হতে পারে ভারতীয় বাজারের।সেই ক্ষেত্রে কোন কোন স্টকে বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারে এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন : State Bank Vs Post Office: কোথায় বিনিয়োগে বেশি সুদ, স্টেট ব্যাঙ্ক না পোস্ট অফিস ?