Toyota Glanza CNG: পেট্রলের দাম থেকে মুক্তি ! শীঘ্রই সিএনজি মডেল টয়োটা গ্লাঞ্জার
Toyota Glanza CNG: আগে সিএনজি গাড়ির ক্ষেত্রে বাইরে থেক কিট কিনতে হোতো ক্রেতাদের। এবার আর সেই ঝক্কি পোহাতে হচ্ছে না। সেই কারণে দেশে বেড়েই চলেছে সিএনজি গাড়ির সংখ্যা।
CNG Cars In India: দেশে পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সিএনজি গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা। দেশবাসীর এই চাহিদার কথা আগেই বুঝেছে গাড়ি কোম্পানিগুলি। সেই কারণে দেশে বেড়েই চলেছে সিএনজি গাড়ির সংখ্যা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলছে টয়োটো গ্লাঞ্জা (Toyota Glanza) ছাড়া মারুতি সুজুকি বালেনো ২০২২ (Maruti Suzuki Baleno 2022)।
আগে সিএনজি গাড়ির ক্ষেত্রে বাইরে থেক কিট কিনতে হোতো ক্রেতাদের। এবার আর সেই ঝক্কি পোহাতে হচ্ছে না ক্রেতাদের। বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি সিএনজি কিট পাচ্ছেন ক্রেতারা। টয়োটা গ্লাঞ্জা থেকে মারুতি বালেনোর ক্ষেত্রেও সেরকমই হতে চলেছে।
Toyota Glanza CNG: টয়োটা ইন্ডিয়ার (Toyota India) ওয়েবসাইটেও গ্লাঞ্জার সিএনজি চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওয়েবসাইট বলছে, গ্লাঞ্জা সিএনজি 25kmpl মাইলেজ দেবে। বর্তমানে গ্লাঞ্জায় 1197cc ইঞ্জিনের সাথে গাড়িটির CNG ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। তবে ইঞ্জিনের শক্তি ও টর্ক উৎপাদন ক্ষমতা নতুন মডেলে আলাদা হতে পারে। Glanza CNG শুধুমাত্র একটি
ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে দেওয়া হতে পারে। বর্তমানে, গ্লাঞ্জা চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে - ই, এস, জি ও ভি। এর সিএনজি ভ্যারিয়েন্ট কেবল বেস ও মিডল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর দাম বর্তমান মডেলের থেকে বেশি হবে। সিএনজি ভ্যারিয়েন্টের দাম বাড়তে পারে প্রায় ৮০ হাজার টাকা।
Maruti Baleno CNG: রিপোর্ট বলছে, একই সময়ে Maruti Baleno CNG আসতে পারে বাজারে। তবে এটি চালুর বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। Maruti Suzuki New Baleno-র দাম 6.35 লক্ষ থেকে 9.49 লক্ষ টাকার মধ্যে রয়েছে রাখা হয়েছে। এতে একটি বড় 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে সাপোর্ট করে। সম্প্রতি ভারতে লঞ্চ করেছে টয়োটা গ্লাঞ্জা ও মারুতি বালেনো ২০২২। আগের থেকে অনেক বেশি ফিচার নিয়ে এসেছে এই দুই গাড়ি।