Toyota Hyryder Launch: চিন্তা বাড়ল ক্রেটার, টয়োটা আনছে হাইরাইডার
Toyota Hyryder Hybrid: ক্রেটা, সেলটসের মার্কেট ধরতে এবার দেশের বাজারে নতুন প্রোডাক্ট আনছে টয়োটা। অটো সাইটগুলির খবর সত্যি হলে, জুলাইয়ের শুরুতেই দেশের বাজারে লঞ্চ হবে এই গাড়ি।
Toyota Hyryder Hybrid: ক্রেটা, সেলটসের মার্কেট ধরতে এবার দেশের বাজারে নতুন প্রোডাক্ট আনছে টয়োটা। অটো সাইটগুলির খবর সত্যি হলে, জুলাইয়ের শুরুতেই দেশের বাজারে লঞ্চ হবে এই গাড়ি। সম্ভবত Toyota Hyryder লঞ্চ করবে কোম্পানি।
Toyota Hyryder Launch: কবে গাড়ি লঞ্চ করবে কোম্পানি ?
শোনা যাচ্ছে, টয়োটা তার বহু প্রতীক্ষিত নতুন কম্প্যাক্ট মিডসাইজ এসইউভি লঞ্চ করবে। ১ জুলাই ভারতের বাজারে দেখা যাবে এই গাড়ি। হাইরাইডারকে মাস সেগমেন্টে রাখতে পারে টয়োটা। ফরচুনারের নিচে ও আরবান ক্রুজারের উপরে রাখা হবে এই এসইউভি।
Toyota Hyryder Hybrid: কী বিশেষ বৈশিষ্ট্য গাড়িতে ?
দেশের বাজারে ছোট এসইউভির প্রতিযোগিতায় নামলেও সবার থেকে আলাদা হবে এই গাড়ি। কারণ, এতে রয়েছে শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন। Hyryder-এ একটি 1.5l পেট্রল বৈদ্যুতিক মোটর ও একটি ব্যাটারি প্যাক রয়েছে।পুরোপুরি হাইব্রিড হওয়ার অর্থ, এটি অন্যান্য শক্তিশালী হাইব্রিডের মতো কয়েক কিলোমিটার একা বৈদ্যুতিক শক্তিতে চলতে পারে। এতে বিভিন্ন মোডও থাকবে।
Toyota Hyryder Launch: কী ফিচার থাকবে গাড়িতে ?
এই গাড়ির এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন থাকবে। সেই ক্ষেত্রে এতে পুরো হাইব্রিড সিস্টেম ছাড়া কেবল একটি হালকা হাইব্রিড স্টার্ট/স্টপ সিস্টেম থাকবে। মনে করা হচ্ছে, হাইরাইডার তার ক্লাসের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী এসইউভি হবে। যার সম্পূর্ণ হাইব্রিড ভার্সন ভাল মাইলেজ দিতে সক্ষম হবে। হাইরাইডারটি মারুতি সুজুকির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে টয়োটা। সেই ক্ষেত্রে এটির আগে আমরা টয়োটার সংস্করণ পাব। পরবর্তীকালে আমরা মারুতি সংস্করণ দেখতে পাব। উভয় এসইউভি দেখতেও আলাদা হবে।
Toyota Hyryder Hybrid: বড় টাচস্ক্রিন ছাড়াও থাকছে এই প্রযুক্তি
একটি বড় টাচস্ক্রিন ও 360 ডিগ্রি ভিউ ক্যামেরা, কানেকটেড কার টেকনোলজি, কুল সিট দেওয়া হবে গাড়িতে। এ ছাড়াও থাকছে হেডস আপ ডিসপ্লে ইউনিট সহ আরও বৈশিষ্ট্য। সানরুফও থাকতে পারে গাড়িত, তবে তা প্যানোরামিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিযোগী কোম্পানিগুলির তুলনায় হাইরাইডার একটি বড় হুইলবেস পাবে। এমনিতেই টয়োটা বিশ্বব্যাপী হাইব্রিড প্রযুক্তির জন্য পরিচিত। তাই এই হাইব্রিড এসইউভির দিকে নজর থাকবে সবার।
আরও পড়ুন : Mercedes-AMG GLE 63S: এসইউভিতে কুপে ডিজাইন, দেশের দ্রুততম গাড়ি আনল মার্সেডিজ