এক্সপ্লোর
Mercedes-AMG GLE 63S: এসইউভিতে কুপে ডিজাইন, দেশের দ্রুততম গাড়ি আনল মার্সেডিজ
Mercedes-AMG GLE 63S Coupe
1/8
![এসইউভি হলেও পাবেন কুপে ডিজাইন। এই গাড়িকে ভারতের সবথেকে দ্রুত এসইউভি বলা চলে। সম্প্রতি জার্মান গাড়ি প্রস্তুতকারী কোম্পানি মার্সেডিজ এনেছে এই কার।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এসইউভি হলেও পাবেন কুপে ডিজাইন। এই গাড়িকে ভারতের সবথেকে দ্রুত এসইউভি বলা চলে। সম্প্রতি জার্মান গাড়ি প্রস্তুতকারী কোম্পানি মার্সেডিজ এনেছে এই কার।
2/8
![সুপার কারের থেকেও বেশি শক্তি রয়েছে এই গাড়িতে। মার্সেডিজ-এএমজি জিএলই 63 এস কুপেতে পাবেন 'রাফ পাওয়ার'। রাস্তায় এই গাড়ির সঙ্গে পাঞ্জা কষার আগেই তা অন্যদের ওভারটেক করে যায়।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সুপার কারের থেকেও বেশি শক্তি রয়েছে এই গাড়িতে। মার্সেডিজ-এএমজি জিএলই 63 এস কুপেতে পাবেন 'রাফ পাওয়ার'। রাস্তায় এই গাড়ির সঙ্গে পাঞ্জা কষার আগেই তা অন্যদের ওভারটেক করে যায়।
3/8
![আপনি এতে সামনে একটি বিশাল গ্রিল দেখতে পাবেন। সঙ্গে দেওয়া হয়েছে বড় 22 ইঞ্চির চাকা। AMG হওয়ায় গাড়ির পিছনে স্কোয়ার স্মোক পাইপ ও একটি বিশাল ডিফিউজার রয়েছে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
আপনি এতে সামনে একটি বিশাল গ্রিল দেখতে পাবেন। সঙ্গে দেওয়া হয়েছে বড় 22 ইঞ্চির চাকা। AMG হওয়ায় গাড়ির পিছনে স্কোয়ার স্মোক পাইপ ও একটি বিশাল ডিফিউজার রয়েছে।
4/8
![গাড়িতে 4.0-লিটার V8 বিটুরবো ইঞ্জিন দেওয়া হয়েছে। থ্রটল ইনপুট আপনাকে বুঝিয়ে দেবে এটি কোনও সাধারণ SUV নয়। প্রচুর শক্তি থাকায় গাড়ি 612bhp ও 850Nm এর বেশি টর্কের ড্রাইভিং অভিজ্ঞতা দেবে আপনাকে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
গাড়িতে 4.0-লিটার V8 বিটুরবো ইঞ্জিন দেওয়া হয়েছে। থ্রটল ইনপুট আপনাকে বুঝিয়ে দেবে এটি কোনও সাধারণ SUV নয়। প্রচুর শক্তি থাকায় গাড়ি 612bhp ও 850Nm এর বেশি টর্কের ড্রাইভিং অভিজ্ঞতা দেবে আপনাকে।
5/8
![এই গাড়ি মাত্র 3.8 সেকেন্ডে 0-100 কিমি গতিবেগ তুলতে পারে। চওড়া কেবিন, ভাল হেডরুম, লেগরুম ও যথেষ্ট বুট স্পেস রয়েছে গাড়িতে। গাড়ির ভিতরে একটি বিশেষ স্টিয়ারিং হুইল, কার্বন ফাইবার ফিনিশ ও নাপ্পা চামড়ার জন্য এই গাড়ি আলাদা মাত্রা পায়।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এই গাড়ি মাত্র 3.8 সেকেন্ডে 0-100 কিমি গতিবেগ তুলতে পারে। চওড়া কেবিন, ভাল হেডরুম, লেগরুম ও যথেষ্ট বুট স্পেস রয়েছে গাড়িতে। গাড়ির ভিতরে একটি বিশেষ স্টিয়ারিং হুইল, কার্বন ফাইবার ফিনিশ ও নাপ্পা চামড়ার জন্য এই গাড়ি আলাদা মাত্রা পায়।
6/8
![গাড়ির দাম রাখা হয়েছে 2.15 কোটি টাকা। তবে এটি গা়ড়ির এক্স শোরুম প্রাইস। এক কথায় বলতে গেলে এই এসইউভির চেহারা, অন্দরসজ্জা, গুণমান, কর্মদক্ষতা একেবারে অন্যমানের।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
গাড়ির দাম রাখা হয়েছে 2.15 কোটি টাকা। তবে এটি গা়ড়ির এক্স শোরুম প্রাইস। এক কথায় বলতে গেলে এই এসইউভির চেহারা, অন্দরসজ্জা, গুণমান, কর্মদক্ষতা একেবারে অন্যমানের।
7/8
![সাধারণ ট্র্যাফিকে দাঁড়ালেই গাড়ি সবার নজর কাড়বে। চওড়া গ্রিল ও মার্সেডিজের লোগো চোখ পড়বে সবার।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সাধারণ ট্র্যাফিকে দাঁড়ালেই গাড়ি সবার নজর কাড়বে। চওড়া গ্রিল ও মার্সেডিজের লোগো চোখ পড়বে সবার।
8/8
![তবে অত্যধিক দাম হওয়ায় এটি কেবল বিলাসবহুল গাড়ির ক্রেতাদের গ্যারেজেই স্থান পাবেন। সাধারণের নাগালের বাইরে এই কার। সীমা](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
তবে অত্যধিক দাম হওয়ায় এটি কেবল বিলাসবহুল গাড়ির ক্রেতাদের গ্যারেজেই স্থান পাবেন। সাধারণের নাগালের বাইরে এই কার। সীমা
Published at : 07 Jun 2022 07:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)