Trading Tips Share Market: শেয়ার বাজারে ডুববে না আপনার টাকা ! যদি এভাবে করেন ট্রেড
Share Market Tips: আগের মতো সুদ দেয় না ব্যাঙ্ক, পোস্ট অফিস। মূল্যবৃদ্ধির থেকে মু্ক্তি পেতে এখন শেয়ার বাজারের দিকে ঝুঁকছে দেশ।
Share Market Tips: আগের মতো সুদ দেয় না ব্যাঙ্ক, পোস্ট অফিস। মূল্যবৃদ্ধির থেকে মু্ক্তি পেতে এখন শেয়ার বাজারের দিকে ঝুঁকছে দেশ। যদিও পরিকল্পনা ছাড়া বিনিয়োগের ফলে লাভের বদলে লোকসানের মুখ দেখছেন বেশিরভাগ বিনিয়োগকারী। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এইভাবে বিনিয়োগ করলে ডুববে না আপনার টাকা।
Trading Tips Share Market: আজকের যুগে শেয়ারবাজারে অনেক উত্থান-পতন চলছে। এই পরিস্থিতিতে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করলে খুব সতর্ক থাকতে হয় আমানতকারীকে। পাশাপাশি পুঁজিবাজারের ওপর কড়া নজর রাখতে হবে তাঁকে। শেয়ার বাজারে ট্রেডিং করার ক্ষেত্রে এই বিষয়গদিলি মাথায় রাখলে লোকসানের মুখ দেখতে হবে না আপনাকে।
১ শেয়ার কেনা ও ট্রেড করার আগে আপনার গবেষণা করা উচিত।
২ এটি আপনাকে কোন মূল্যে আপনার স্টক বিক্রি বা স্কোয়ার অফ করতে হবে তা সহজ করে তুলবে৷
৩ শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন করতে হলে অবশ্যই নিজের স্টকের ওপর হিসেব-নিকেশ করতে হবে।
৪ বাজারের ওঠা-নামার প্রবণতার বিষয়টি আগে বুঝে নিন। সেখানে সংকেত পেলেই ট্রেড করুন।
৫ একটি আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগ করা সবসময় একটি ভাল সিদ্ধান্ত।
৬ আপনি বাজার সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী সহ আরও ভাল মুনাফা অর্জন করতে খবর ও ডেটার দিকে নজর রাখতে পারেন।
৭ এখন ফরেক্স ট্রেডারদের প্রযুক্তির যুগ এসেছে। যা ট্রেডারদের রিয়েল টাইমে মার্কেট ডেটা পেতে সাহায্য করে।
৮ পিরামিড পদ্ধতির সঙ্গে শেয়ার মার্কেটে ট্রেডিং করুন।
৯ স্টক মার্কেটে ঝুঁকি নিয়ে আগে থেকেই চিন্তা করতে হবে, আপনি কতটা পুঁজি হারাতে সক্ষম সেদিকে খেয়াল রেখেই বিনিয়োগ করুন।
১০ আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ বিনিয়োগ করতে হবে। ঝুঁকি পিরামিড মানে আপনি ঝুঁকি অনুযায়ী আপনার মূলধন ভাগ করে ব্যবসা করতে পারেন।
১১ ঝুঁকি পরিচালনা করার জন্য আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে ও আপনার লাভ সুরক্ষিত করতে হবে।
১২ স্টপ লস মানে একটি স্তর সেট করা। যার নিচে স্টক গেলে আপনি ট্রেড থেকে সরে আসবেন। এতে কোনও কারণে আপনার স্টক নিচের দিকে পড়তে শুরু করলে অল্প ক্ষতিতেই বাজারে থেকে বেরিয়ে আসতে পারবেন।
১৩ অন্যদিকে, টেক প্রফিট হল একটি লিমিট অর্ডার যা একটি নির্দিষ্ট মূল্যে পৌঁছালে লাভ বুক করে নিতে হয়।
১৪ আপনি যদি ট্রেড করেন, তবে আপনাকে একটি কৌশল নিয়ে বাজারে প্রবেশ করতে হবে।
১৫ আপনি যখন কোনও কৌশল অনুযায়ী ট্রেডে যাবেন, তখন শুধু আপনার সময়ই বাঁচবে না, আপনি অনেক কিছু দেখতে ও বুঝতে সক্ষম হবেন। যার ফলে সহজেই লাভের মুখ দেখতে পারবেন আপনি।
আরও পড়ুন : LIC Policy: দিনে ২১টাকা বিনিয়োগ করে ১১০ শতাংশ রিটার্ন, এলআইসি দিচ্ছে এই নতুন স্কিম