Trump Tariffs : 'ট্রাম্পের ট্যারিফে ভারতের ক্ষতি হবে না', বলছে খোদ মার্কিন রেটিং সংস্থা
Indias GDP Rating : সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি (Indias GDP) প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশে বজায় থাকবে।

Indias GDP Rating : ফের বড় 'ধাক্কা খেলেন' মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ভারতের অর্থনীতি নিয়ে ইতিবাচক রেটিং দিল খোদ মার্কিন রেটিং সংস্থা এসএন্ডপি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি (Indias GDP) প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশে বজায় থাকবে।
গ্লোবাল সংস্থা ভারতের ওপর আশাবাদী
ভারতের ওপর মার্কিন অতিরিক্ত শুল্ক আরোপের পর, "মেক ইন ইন্ডিয়া" ও বিভিন্ন ক্ষেত্রের মতো আর্থিক কর্মসূচি প্রভাবিত হতে পারে বলে মন্তব্য় করেছে গ্লোবাল রেটিং এজেন্সি। তবে, মার্কিন রেটিং সংস্থা স্পষ্ট করেছে- যে ট্রাম্পের উচ্চ শুল্ক ভারতের ওপর কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। দেশের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধির হার অক্ষুণ্ণ থাকবে।
এসএন্ডপি জিডিপি পূর্বাভাস বজায় রেখেছে
এসএন্ডপি গ্লোবাল রেটিং মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশে বজায় রেখেছে। রেটিং সংস্থাটি এর জন্য শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা ও মূলত অনুকূল বর্ষার কথা মাথায় রেখে এই পূর্বাভাস দিয়েছে। এসএন্ডপি আরও বলেছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) চলতি অর্থবর্ষে রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
কারণ তারা তাদের মুদ্রাস্ফীতির পূর্বাভাস ৩.২ শতাংশে নামিয়ে এনেছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ৭.৮%।
মুদ্রাস্ফীতি ও মুদ্রানীতি
এসএন্ডপি গ্লোবাল রেটিং জানিয়েছে- খাদ্য মুদ্রাস্ফীতির হ্রাস চলতি বছরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এটি আরও আর্থিক নীতি সমন্বয়ের জন্য জায়গা তৈরি করবে। রেটিং সংস্থার অনুমান- আরবিআই চলতি অর্থবছরে রেপো রেট ০.২৫ শতাংশ কমাতে পারে। এসএন্ডপির রিপোর্ট "Asia-Pacific Fourth Quarter 2025: External Pressures Weaken Growth"-এ বলা হয়েছে, তুলনামূলকভাবে স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা, ভারতের ওপর তেমনভাবে মার্কিন আমদানি শুল্কের প্রভাব ফেলবে না।
এসএন্ডপির মতে, বিভিন্ন এশীয় অর্থনীতির উপর মার্কিন শুল্কের প্রভাব তাদের রপ্তানি দৃষ্টিভঙ্গি ও আঞ্চলিক সাপ্লাই চেনের উপর নির্ভর করবে। মার্কিন শুল্কের বিষয়ে আমাদের জুন মাসের অনুমানের তুলনায় চিন অন্যান্য এশিয়ান অর্থনীতির তুলনায় ভালো পারফর্ম করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান বাজারগুলি কিছুটা খারাপ পারফর্ম করেছে। তবে ভারত প্রত্যাশার চেয়েও বেশি প্রভাবিত হয়েছে।
কিছুদিন আগেই ভারতকে 'ডেড ইকোনমি' বলে তাচ্ছিল্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টার্ম্প। যদিও পরে মার্কিন রেটিং এজেন্সি ফিচ ভারতরে অর্থনীতি নিয়ে ইতিবাচক মন্তব্য করে। এবার সেই একই কতা বলল এসএন্ডপি গ্লোবাল রেটিং সংস্থা।






















