Trust Fintech IPO: তালিকাভুক্তির দিনেই বিপুল সাড়া এই আইপিওতে, ৪২ শতাংশ বাড়ল দাম
IPO Listing: সংস্থার আইপিওর প্রাইসব্যান্ড রাখা ছিল ৯৫ টাকা থেকে ১০১ টাকায়। সেই তুলনায় বাজারে এই সংস্থার শেয়ার তালিকাভুক্ত হয়েছে ১৪৩.২৫ টাকায়।
IPO Listing: এর আগে মুক্কা প্রোটিনস, গোপাল স্ন্যাক্সের আইপিওতে বিপুল রিটার্ন পেয়েছিলেন বিনিয়োগকারীরা। এবার একইরকম সাড়া মিলল ট্রাস্ট ফিনটেক আইপিওতেও। গত মাসের ২৬ তারিখে বাজারে এসেছিল এই সংস্থার আইপিও (Trust Fintech IPO)। আর আজ বৃহস্পতিবার ৪ এপ্রিল বাজারে তালিকাভুক্ত হল সংস্থার শেয়ার। তালিকাভুক্তির দিনেই ৪২ শতাংশ প্রিমিয়ামে উঠে এল শেয়ারের দাম। বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাল এই ফিনটেক সংস্থার আইপিও।
কত ছিল প্রাইসব্যান্ড
সংস্থার আইপিওর (Trust Fintech IPO) প্রাইসব্যান্ড রাখা ছিল ৯৫ টাকা থেকে ১০১ টাকায়। সেই তুলনায় বাজারে এই সংস্থার শেয়ার তালিকাভুক্ত হয়েছে ১৪৩.২৫ টাকায়। ডেবিউর আগে ট্রাস্ট ফিনটেকের জিএমপি ছিল ৬০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৪১.৮ শতাংশ।
কত শেয়ার ছিল
আইপিওর মাধ্যমে বাজারে ৬২.৮২ লক্ষ নতুন শেয়ার ইস্যু করেছিল ট্রাস্ট ফিনটেক সংস্থা। বিনিয়োগকারীদের কাছ থেকে এই সংস্থার আইপিও সাবস্ক্রিপশন পেয়েছে ১০০ গুণ।
কবে খুলেছিল আইপিওর বিডিং
বিগত ২৬ মার্চ বাজারে এসেছিল ট্রাস্ট ফিনটেক সংস্থার আইপিও, এই আইপিওতে বিডিং চলেছিল বিগত ২৮ মার্চ পর্যন্ত। ১০ টাকা ফেসভ্যালুর একেকটি শেয়ার, আর এর আইপিওর একটি লটে ধার্য ছিল মোট ১২০০টি শেয়ার।
বিনিয়োগকারীদের জন্য কীভাবে বণ্টন ছিল শেয়ারে
খুচরো বিনিয়োগকারীদের জন্য খোলা ছিল ২০.৮৮ লক্ষ শেয়ার (Trust Fintech IPO), প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ধার্য ছিল ১১.৯২ লক্ষ শেয়ার এবং অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ধার্য ছিল ৩.১৮ লক্ষ শেয়ার।
কত টাকা সংগ্রহ করতে চায় ট্রাস্ট ফিনটেক
ট্রাস্ট ফিনটেক সংস্থা বাজারে ৬২.৮২ লক্ষ ইকুইটি শেয়ার বণ্টনের মাধ্যমে মোট ৬৩.৪৫ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছে। এই টাকা দিয়ে মূলত ব্যবসা বৃদ্ধি, কর্পোরেট ক্যাপিটাল গড়ে তোলার চেষ্টা করবে ট্রাস্ট ফিনটেক।
কোর ব্যাঙ্কিং সফটওয়্যার, আইটি সলিউশন এবং কাস্টমাইজড সফটওয়্যার সলিউশন ডেভেলপমেন্টের পরিষেবা দিয়ে থাকে এই ট্রাস্ট ফিনটেক সংস্থা। বিগত ২৫ বছর ধরেই তাঁরা এই পরিষেবা দিয়ে আসছে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরে ৩০০ শতাংশ পর্যন্ত রিটার্ন এনেছে এই স্মলক্যাপ স্টক, আগে দেখেছেন ?