Stocks to Buy: টিভিএস গ্রুপের এই শেয়ারে দারুণ রিটার্ন, ১০ হাজার থেকেই মিলেছে ১ লাখ মুনাফা
TVS Electronics Share: শুক্রবারের বাজারে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। ২৩ অগাস্ট বাজারে এই সংস্থার শেয়ারের দাম একলাফে ৫ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৪৪৩.২৫ টাকায়।
Multibagger Stocks: দেশের অন্যতম বড় ব্যবসায়িক সংস্থা টিভিএস গ্রুপের অধীন এই একটি শেয়ার বিনিয়োগকারীদের (Multibagger Stock) ধনী করে তুলেছে। বিগত কয়েক বছরে এই শেয়ার থেকেই এসেছে বিপুল মুনাফা। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেই সেই টাকা (TVS Electronics Share) আজ ১ লাখ রিটার্ন ঘরে তুলে দিয়েছে বিনিয়োগকারীদের। কত বছরে এসেছে এত বিপুল রিটার্ন ?
টিভিএস গ্রুপের অন্যতম সংস্থা এই টিভিএস ইলেকট্রনিক্স
এই বিপুল মুনাফা দিয়েছে টিভিএস গ্রুপের টিভিএস ইলেকট্রনিক্স সংস্থা। বাজারে সবথেকে ভাল মাল্টিব্যাগার স্টক হিসেবেই পরিচিত টিভিএস ইলেকট্রনিক্স। চেন্নাইয়ের এই সংস্থা টিভিএস গ্রুপের অধীনে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ ও নির্মাণ করে থাকে। শুধু উৎপাদনই নয়, টিভিএস ইলেকট্রনিক্স সংস্থার অস্তিত্ব রয়েছে সেলস, ডিজাইন, সার্ভিস ইত্যাদি বিভাগেও।
৫২ সপ্তাহের উচ্চস্তরে রয়েছে সংস্থা
শুক্রবারের বাজারে সপ্তাহের শেষ ট্রেডিং দিনে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। ২৩ অগাস্ট বাজারে এই সংস্থার শেয়ারের দাম একলাফে ৫ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৪৪৩.২৫ টাকায়। ট্রেডিংয়ের সময় সেদিন এই স্টকের দাম উঠে গিয়েছিল ৪৫৯ টাকাতেও। এটি এই স্টকের নতুন ৫২ সপ্তাহের উচ্চতা। এখন এই স্টক তাঁর ৫২ সপ্তাহের উচ্চতাতেই ট্রেড করছে।
এক সপ্তাহেই বেড়েছে ২৫ শতাংশ দাম
শেষ ৫ দিনে এই টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম এক টানা ২৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে এক মাসের মধ্যে এই শেয়ারের দাম ২২ শতাংশ রিটার্ন দিয়েছে। আর ৬ মাসের হিসেব করলে এই একটি শেয়ার থেকেই ৩৮ শতাংশ রিটার্ন এসেছে। যদিও এক বছরের অনুপাতে ভাল রিটার্ন আসেনি, বিগত এক বছরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকে ২৮ শতাংশ রিটার্ন পেয়েছেন। ৩ বছরে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বেড়েছে ১৭০ শতাংশ এবং ৫ বছরে বেড়েছে ২৮০ শতাংশ।
১০ বছরে অভাবিত রিটার্ন এই স্টকে
১০ বছরের রিটার্নের হিসেব দেখলে টিভিএস গ্রুপের এই শেয়ারে এসেছে ১০০০ শতাংশের মুনাফা। ১০ বছরে এই শেয়ারের দাম ১০৬৫ শতাংশ বেড়ে এখনকার দামে পৌঁছেছে। এর মানে যদি কোনও বিনিয়োগকারী এই শেয়ারে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন আজ থেকে ১০ বছর আগে, আজকের দিনে সেই বিনিয়োগ থেকে ১ লাখ টাকা মুনাফা পাওয়া যেত।