(Source: ECI/ABP News/ABP Majha)
Elon Musk In Trouble: মাস্কের বিরুদ্ধে মামলা, প্রাক্তন সিইও পরাগ চাইলেন ১০ লক্ষ ডলার
Twitter Trouble: ফের সমস্যা বাড়ল ট্যুইটারের সিইও এলন মাস্কের। পাওনা টাকা চেয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন কোম্পানির প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল ছাড়াও দুই শীর্ষ কর্তা।
Twitter Trouble: ফের সমস্যা বাড়ল ট্যুইটারের সিইও এলন মাস্কের। 'পাওনা টাকা' চেয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন কোম্পানির প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল ছাড়াও দুই শীর্ষ কর্তা। ট্যুইটারের তিন প্রাক্তন কর্তার দাবি, কোম্পানির থেকে ১০ লক্ষ ডলার পাবেন তাঁরা।
Parag Agrawal: কোথা থেকে শুরু ?
গত বছর ট্যুইটার কেনার সময়েই কোম্পানির তকালীন সিইও পরাগ আগরওয়াল ছাড়াও আরও দুই কর্তাকে বরখাস্ত করেন এলন মাস্ক। সোমবার সেই চাকরি সম্পর্কিত মামলা, তদন্ত ও অনুসন্ধানের খরচের জন্য অর্থ ফেরতের দাবি তুলেছেন পরাগরা। আদালতে এই নিয়ে একটি মামলা করেছেন তাঁরা। যেখানে তাঁরা বলেছেন, ট্যুইটার আইনত তাঁদের ১০ লক্ষ ডলার ফেরত দিতে বাধ্য। ইতিমধ্যেই এই নিয়ে পাল্টা মুখ খুলেছে ট্যুইটার। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পুপ ইমোজি শেয়ার কারা হয়েছে মাইক্রো ব্লগিং প্লাটফর্মে।
Twitter Trouble: কী রয়েছে এই মামলায় ?
আদালতে দাখিল করা এই মামলায় ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) ও ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট (DOJ) অনুসন্ধান সম্পর্কিত অসংখ্য ব্যয়ের হিসেব দেওয়া হয়েছে।তবে তদন্তের প্রকৃতি বা সেগুলি এখনও চলছে কিনা সে সম্পর্কে বিশদে কিছু দেওয়া হয়নি। মূলত, মাস্ক টুইটারে শেয়ার কেনার সময় সিকিউরিটিজের নিয়ম মেনে চলেছে কিনা তা নিয়ে তদন্ত করছে এসইসি। সেই মর্মেই আগরওয়াল ও তৎকালীন প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল গত বছর এসইসিকে সাক্ষ্য দিয়েছেন।
Elon Musk In Trouble: মাস্ক ট্যুইটার নেওয়ার পর থেকেই সমস্যা !
গত বছর ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কিনে নেন মাস্ক। কোম্পানি কেনার পরই অক্টোবরের শেষের দিকে আগরওয়াল, গাড্ডে ও সেগালকে তাদের পোস্ট থেকে সরিয়ে দেন এই ধনকুবের। মাস্কের বিরুদ্ধে অভিযোগ, কোম্পানি অধিগ্রহণ করলেও কোম্পানির প্রচুর বকেয়া রয়েছে গিয়েছে। যা তিনি আজও মেটাননি। যা নিয়ে এবার সরব হয়েছেন, কোম্পানির প্রাক্তন তিন এক্সিকিউটিভ। পরাগ অ্যান্ড কোম্পানির দাবি, টুইটার তাদের অর্থ ফেরত দেওয়ার জন্য চুক্তিবদ্ধ। যদিও বহু সময় কেটে গেলেও তাদের চালান প্রাপ্তির স্বীকৃতি ছাড়া আর কিছুই দেওয়া হয়নি।
Twitter Trouble: ট্যুইটারের দায়িত্ব নিয়েই খামখেয়ালি
টুইটারের সাম্প্রতিক অতীত বলছে, মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত কর্মচারীদের পদমর্যাদা কমিয়ে দেন। এতে মাইক্রো বল্গিং প্লাটফর্মের কাজের পরিবেশে বড় ধাক্কা লাগে। চাকরির স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠে যায় সবার মনে। অভিয়োগ, মাস্ক "পাগলের মতো খরচ কমানোর" রাস্তায় হাঁটায় টুইটার ভাড়া বা অন্যান্য অনেক বকেয়া বিল পরিশোধ করেনি।
আরও পড়ুন : 8th Pay Commission: শীঘ্রই অষ্টম বেতন কমিশন ! কী বলছে মোদি সরকার ?