Upcoming IPO: ওলার পর IPO আনবে এই বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা, মুনাফা দেবে ৩১০০ কোটির এই IPO ?
Ather Energy IPO: জানা যাচ্ছে ২.২ মিলিয়ন শেয়ার ছেড়ে এই সংস্থা ৩১০০ কোটি টাকা তুলতে চাইছে যা কিনা মূলত অফার ফর সেলেই চলবে। ওলার প্রতিদ্বন্দ্বী অ্যাথার এনার্জির আইপিওতে মুনাফার আশায় বিনিয়োগকারীরা।
Ather Energy IPO: বৈদ্যুতিন স্কুটার-বাইক নির্মাতা সংস্থা ওলা ইলেকট্রিকের আইপিওর দুরন্ত সাফল্যের পর এবার আরও একটি নজরকাড়া আইপিও আনতে চলেছে দেশের আরেক বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা। ওলার যোগ্য প্রতিদ্বন্দ্বী অ্যাথার এনার্জি এবারে বাজারে আইপিও (Ather Energy IPO) আনতে চলেছে। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে ৩১০০ কোটির এই আইপিও আনার জন্য ড্রাফট ইতিমধ্যেই জমা দিয়েছে সংস্থা। এর মাধ্যমে দেশের বাজারে আরও একটি ইভি সেগমেন্টের স্টক (IPO News) নথিভুক্ত হবে। ওলা ইলেকট্রিকের আইপিওতে (Upcoming IPO) সেভাবে মুনাফা না হলেও, তারপর এর শেয়ারের বিপুল র্যালি চমকে দিয়েছে সকলকে। সেভাবেই ওলার প্রতিদ্বন্দ্বী অ্যাথার এনার্জির আইপিওতে মুনাফার আশায় বিনিয়োগকারীরা।
৩১০০ কোটির আইপিও আনবে অ্যাথার এনার্জি
আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে অ্যাথার এনার্জির এই আইপিও। এই আইপিওর মাধ্যমে সংবাদসূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে ২.২ মিলিয়ন শেয়ার বাজারে ছেড়ে এই সংস্থা ৩১০০ কোটি টাকা তুলতে চাইছে যা কিনা মূলত অফার ফর সেলেই চলবে।
হিরো মোটোকর্প স্টেক বিক্রি করছে না
সূত্রের মাধ্যমে পাওয়া খবরে জানা গিয়েছে অ্যাথার এনার্জির প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ সঞ্জয় মেহতা বলেছেন যে বড় বড় কিছু শেয়ারধারক নিজেদের স্টেক বিক্রি করবেন এই আইপিওর মাধ্যমে। এই সংস্থার সবথেকে বড় শেয়ারহোল্ডার হিরো মোটোকর্প আইপিওর মাধ্যমে নিজেদের স্টেক বিক্রি করবে না বলেই জানা গিয়েছে। অ্যাথার এনার্জিতে ৩৭.২ শতাংশ স্টেক রয়েছে হিরো মোটোকর্পের। ওলা ইলেকট্রিকের শেয়ার ৭৬ টাকা তালিকাভুক্ত হয়েছিল, আর গতকাল এই শেয়ার বন্ধ হয়েছে ১১৪.৫৮ টাকায়।
মহারাষ্ট্রে গবেষণা, উন্নয়ন ও কারখানা নির্মাণে টাকা খরচ করবে সংস্থা
বর্তমানে দেশের ইভি বাজার খুব একটা শক্তপোক্ত নয়। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার দেশ জুড়ে এই বৈদ্যুতিন গাড়ির বাজারকে বিস্তৃত করার চেষ্টা করছে। অ্যাথার এনার্জিও এই স্রোতে তাল মিলিয়ে মহারাষ্ট্রে একটি কারখানা গড়তে চায় আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা খরচ করে। এই টাকা আবার গবেষণা, সংস্থার উন্নয়নেও কাজে লাগানো হবে। ২০২৪ সালে সংস্থার লোকসানের অঙ্ক ছুঁয়েছে ১০৬০ কোটি টাকা। এক বছর আগেই এই লোকসানের অঙ্ক ছিল ৮৬৪ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Punjab National Bank: আগামী মাস থেকে বদলে যাবে নিয়ম, খরচ বাড়বে এই ব্যাঙ্কের গ্রাহকদের