Upcoming IPO: নতুন IPO আনবে এই জনপ্রিয় গাড়িনির্মাতা সংস্থা, আসবে ৩৬৬৮ কোটির শেয়ার
Hero FinCorp IPO: হিরো ফিনকর্প মূলত একটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি অর্থাৎ এনবিএফসি যারা মূলত রিটেল, মাইক্রো, স্মল ও মিডিয়াম বিজনেস ক্লায়েন্ট সেক্টরকে আর্থিক পরিষেবা দিয়ে থাকে। এবার আসবে IPO।
Hero FinCorp IPO: দেশের অন্যতম বৃহৎ গাড়িনির্মাতা সংস্থা হিরোর একটি সহযোগী সংস্থা হিরো ফিনকরপ এবারে বাজারে তাদের আইপিও (Upcoming IPO) আনতে চলেছে। দু-চাকার গাড়ি নির্মাতা হিরোর আর্থিক পরিষেবা দানকারী সংস্থা হিরো ফিনকর্পের এই আইপিও আনার আবেদন ইতিমধ্যেই সেবির কাছে জমা পড়েছে। ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রক সেবির কাছে এই সংস্থা (Hero FinCorp IPO) জানিয়েছে যে তারা ৩৬৬৮ কোটি টাকার আইপিও আনতে চলেছে।
হিরো ফিনকর্প মূলত একটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি অর্থাৎ এনবিএফসি যারা মূলত রিটেল, মাইক্রো, স্মল ও মিডিয়াম বিজনেস ক্লায়েন্ট সেক্টরকে আর্থিক পরিষেবা দিয়ে থাকে। বিভিন্ন ধরনের আর্থিক পণ্য রয়েছে এই সংস্থার। বুধবার সেবির কাছে জমা দেওয়া এই DHRP অনুসারে এই আইপিওতে থাকছে ১৫৬৮ কোটি টাকার অফার ফর সেল এবং ২১০০ কোটি টাকার নতুন শেয়ার। হিরো ফিনকর্পে বিনিয়োগকারীরা এই সংস্থার কিছু শেয়ার বিক্রি করতে চায়। আর নতুন ইস্যু বিক্রির মাধ্যমে এই হিরো ফিনকর্প সংস্থার পূঁজি আরো বাড়বে যাতে তারা আরও বেশি পরিমাণ টাকা ঋণে দিতে পারে।
হিরো ফিনকর্প আইপিওর বুক রানিং লিড ম্যানেজারদের মধ্যে রয়েছে জেএম ফাইনান্সিয়াল লিমিটেড, বিওএফএ সিকিউরিটিজ ইন্ডিয়া লিমিটেড, এইচএসবিসি সিকিউরিটিজ অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস প্রাইভেট লিমিটেড, আইসিআইসিআই সিকিউরিটিজ ইন্ডিয়া এবং জেফারিজ ইন্ডিয়া ও এসবিআই ক্যাপিটাল মার্কেটস লিমিটেড।
আগে ধারণা করা হয়েছিল ৫৫০০ কোটি টাকার আইপিও আনতে চলেছে এই হিরো ফিনকর্প। এও ধারণা করা হয়েছিল যে এখনও পর্যন্ত সবথেকে বড় কোনও এনবিএফসির আইপিও আনবে এই সংস্থা। তবে এবার জানা গেল ৩৬৬৮ কোটি টাকার আইপিও আনতে চলেছে সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price Today: ৮২,৮০০ টাকা হবে সোনার দাম, এখন কিনবেন ; না দাম পড়ার অপেক্ষা করবেন ?