UPI Scam Alert: UPI-তে ভয় ধরানোর মতো নতুন স্ক্যাম, পিন দিতেই খালি হচ্ছে অ্যাকাউন্ট !
Cyber Fraud: সম্প্রতি প্রকাশ্য়ে এসেছে UPI-এ ঘটে যাওয়া এই মারাত্মক জালিয়াতি (Digital Fraud)।
Cyber Fraud: এরকম ভয় ধরানোর মতো ঘটনা ঘটেনি আগে। এই ধরনের প্রতারণার (Online Fraud) কথা শুনলে গুগল পে GooglePay , ফোন পে (PhonePe) ব্যবহার বন্ধ করে দিতে পারেন আপনি। সম্প্রতি প্রকাশ্য়ে এসেছে UPI-এ ঘটে যাওয়া এই মারাত্মক জালিয়াতি (Digital Fraud)।
এই নতুন প্রতারণার নাম 'জাম্প ডিপোজিট স্ক্যাম'
সাইবার জালিয়াতরা মানুষকে তাদের শিকারে পরিণত করতে প্রতিদিন নতুন ধরনের স্ক্যাম নিয়ে আসছে। তাদের এখন একটাই চিন্তা সাধারণ মানুষকে যেকোনওভাবে ফাঁদে ফেলা। কেউ কেউ অজান্তেই এই প্রতারকদের শিকার হচ্ছেন। এখন তামিলনাড়ু পুলিশের সাইবার ক্রাইম উইং নতুন ধরনের স্ক্যাম সম্পর্কে মানুষকে সতর্ক করেছে। একে বলা হচ্ছে 'জাম্পড ডিপোজিট' স্ক্যাম। জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে এই ধরনের কেলেঙ্কারির অনেক অভিযোগ পাওয়া গেছে।
জাম্পড ডিপোজিট স্ক্যাম কী ?
এই ধরনের জালিয়াতিতে প্রতারক প্রথমে ইউপিআই-এর মাধ্যমে ভিকটিমকে কিছু টাকা পাঠায়। অ্যাকাউন্টে টাকা আসার সঙ্গে সঙ্গেই ভিকটিম একটি এসএমএস পাবেন। সাধারণত লোকেরা এই ধরনের মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট চেক করে। এখানেই থাকে আসল ফাঁদ। তার অ্যাকাউন্ট চেক করার সঙ্গে সঙ্গে প্রতারকরা তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য অনুরোধ করবে। ভিকটিম অ্যাকাউন্ট চেক করার জন্য মোবাইলে পিন নম্বর দিলেই প্রতারকদের টাকা তোলার অনুরোধ মঞ্জুর হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতারকরা যত টাকা পাঠিয়েছে তার থেকে বহুগুণ বেশি টাকা তুলে নেবে।
কী বলছে পুলিশ
এই ধরনের এসএমএস সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে বলেছে পুলিশ। সাইবার ক্রাইম উইং বলেছে, এই ধরনের কোনও বিজ্ঞপ্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট চেক করবেন না। সেই ক্ষেত্রে কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, যাতে উইথড্রল রিকোয়েস্টের মেয়াদ শেষ হয়ে যায়। এছাড়াও, আপনি প্রথমবার ভুল পিন দিয়ে এই জাতীয় য কোনও রিকোয়েস্ট ক্য়ানসেল করে দিতে পারেন। এরপরও কারও অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হলে তাকে ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও এই কেলেঙ্কারি নিয়ে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা ভিকটিমদেরর অবিলম্বে কাছের সাইবার ক্রাইম থানা ও পোর্টালে এই জাতীয় মামলাগুলি রিপোর্ট করতে বলেছে। যাতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া যায়।
Cyber Fraud : সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা