Ghanta Khanek Sange Suman (০৬.০১.২০২৫) পর্ব ১: বেঙ্গালুরু, আমদাবাদের পর কলকাতাতেও HMP ভাইরাস ! ফিরতে চলেছে কোভিড-কালের আতঙ্ক? | ABP Ananda live
ABP Ananda Live: বেঙ্গালুরু, আমেদাবাদের পর কলকাতাতেও HMP ভাইরাস! ফিরতে চলেছে কোভিড-কালের আতঙ্ক? নাকি ভয় দেখানোর ব্যবসা? বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশু, সতর্কবার্তা কর্ণাটকে। আতঙ্ক ছড়ানো ভাইরাল ভিডিও আদৌ চিনের, না জাল? বিরোধী নয়, দলেই রয়েছে মালদার তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রী? নিহতের স্ত্রীর বিস্ফোরক ইঙ্গিতে তোলপাড় রাজনীতি, এখনও অধরা মাস্টারমাইন্ড 'বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীদের হাত বেঁধে বেধড়ক মারধর'। বাংলাদেশ-ফেরত মৎস্যজীবীদের মঞ্চে তুলে সরব মুখ্যমন্ত্রী।
কর্নাটক, গুজরাত, পশ্চিমবঙ্গের পর এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ মিলল
কর্নাটক, গুজরাত, পশ্চিমবঙ্গের পর এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ মিলল। চেন্নাই ও সালেমে ২জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ।
আক্রান্ত দু'জনের অবস্থাই স্থিতিশীল বলে জানানো হয়েছে। আক্রান্তদের স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠও হয়েছে তামিলনাড়ুতে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা।