Vodafone Idea Share: ভোডাফোনের ১.৮৬ কোটি শেয়ার কিনে নিলেন বিড়লা, বাড়বে শেয়ারের দাম ?
Vodafone Idea Stake: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি তথ্য অনুসারে কুমার মঙ্গলম বিড়লা ভোডাফোন আইডিয়ায় অতিরিক্ত ১.৮৬ কোটি শেয়ার কিনেছেন বিগত ৬ সেপ্টেম্বর।
Aditya Birla Group: আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla) সম্প্রতি ভোডাফোন আইডিয়ায় নিজের স্টেক বাড়িয়েছেন। এই ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এখন দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা। ভোডাফোনে আগে থেকেই স্টেক ছিল কুমার মঙ্গলম বিড়লার, তবে এবার আরও ১.৮৬ কোটি শেয়ার কিনলেন বিড়লা (Aditya Birla Group)। তার বিনিয়োগ সংস্থাও ভোডাফোন আইডিয়ার ৩০ লক্ষ শেয়ার কিনেছে।
৬ সেপ্টেম্বরই এই ব্যবসায়িক চুক্তি হয়েছে
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি তথ্য অনুসারে কুমার মঙ্গলম বিড়লা ভোডাফোন আইডিয়ায় অতিরিক্ত ১.৮৬ কোটি শেয়ার কিনেছেন বিগত ৬ সেপ্টেম্বর। একই সঙ্গে তাঁর বিনিয়োগ সংস্থা পিলানি ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ভোডাফোন আইডিয়ার আরও ৩০ লক্ষ শেয়ার কিনেছে।
২৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা
দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা এখন ভোডাফোন আইডিয়া। রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের পরেই সবথেকে বেশি মার্কেট শেয়ার রয়েছে এই সংস্থার। কুমার মঙ্গলম বিড়লা এই সংস্থায় সম্প্রতি নিজের স্টেক বাড়িয়েছেন। আর ভোডাফোন এখন ডেটের মাধ্যমে বাজার থেকে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহের চেষ্টা করছে।
এত বেশি বিনিয়োগ আশা করছে ভোডাফোন
তবে এখনও অবধি জানা যায়নি ১ কোটির বেশি ভোডাফোনের শেয়ার কিনতে ঠিক কত খরচ করেছেন কুমার মঙ্গলম বিড়লা এবং কী দরে ভোডাফোনের সঙ্গে তাঁর এই চুক্তি হয়েছে। ৬ সেপ্টেম্বর ভোডাফোন আইডিয়ার শেয়ার ১৪.৭৪ টাকায় খোলে এবং ১৩.৩৫ টাকায় বন্ধ হয়। ক্লোজিং দাম ধরলে বিড়লার ১.৮৬ কোটি শেয়ার কিনতে খরচ হতে পারে প্রায় ২৪.৮ কোটি টাকা। আর অন্যদিকে পিলানি ইনভেস্টমেন্ট সংস্থার ৩০ লাখ শেয়ারে খরচ হতে পারে ৪ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tata Motors Share Price: টাটা মোটরসের শেয়ারে বড় পতন, ৫ শতাংশের বেশি কমল স্টক, সেল করবেন ?