Vodafone Idea Share: বাজারে পতনের মধ্যেও এক লাফে ২০ শতাংশ চড়ল স্টকের দাম, কী সুখবর এই সংস্থায় ?
Vodafone Idea: আজ বাজারে এই স্টক আপার সার্কিট ছুঁয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ার ৮.১৫ টাকায় ট্রেড করছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আজ সকালে এই শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৭.৪৮ টাকায় ট্রেড করছিল।

Stock Market: ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম আজ মঙ্গলবার এক ধাক্কায় ২০ শতাংশ বেড়ে গেল। বাজারে আজ বড় পতন এসেছে। ১৩০০ পয়েন্ট পড়ে গিয়েছে সূচক আর তাঁর মধ্যেই এক লাফে ২০ শতাংশ দাম বেড়ে গিয়েছে ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea Share) শেয়ারের। জানা গিয়েছে এই টেলিকম সংস্থায় কেন্দ্র সরকার ৪৮.৯৯ শতাংশ স্টেক নিতে চলেছে। সরকার পরিকল্পনা করছে এই সংস্থায় বকেয়া স্পেক্ট্রাম নিলামের টাকা (Stock Price) মিটিয়ে নিতে এই সংস্থার ৩৬,৯৫০ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করবে।
আজ বাজারে এই স্টক আপার সার্কিট ছুঁয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ার ৮.১৫ টাকায় ট্রেড করছিল। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আজ সকালে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৭.৪৮ টাকায় ট্রেড করছিল।
এখনও পর্যন্ত এই ঋণ জর্জরিত টেলিকম সংস্থায় সবথেকে বড় এক স্টেক হোল্ডার রয়েছে কেন্দ্র সরকার যার কাছে সংস্থার ২২.৬ শতাংশ স্টেক রয়েছে। আরও স্টেক অধিগ্রহণ করলে ভোডাফোন এবং আদিত্য বিড়লা গ্রুপের মালিকানা স্টেকের সমকক্ষ হয়ে উঠবে কেন্দ্র। এখনও পর্যন্ত ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থার ১৪.৭৬ শতাংশ স্টেক ভোডাফোনের কাছে রয়েছে, আদিত্য বিড়লা গ্রুপের কাছে রয়েছে ২২.৫৬ শতাংশ স্টেক।
রবিবার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে ভোডাফোন আইডিয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, '২০২১ সালের টেলিকম বিভাগের সাপোর্ট প্যাকেজ এবং নীতি বদলের কারণে সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বকেয়া স্পেক্ট্রামের নিলামের টাকা ভারত সরকারকে ইকুইটির মারফত জমা করবে। ইকুইটি শেয়ারের মাধ্যমে এই সংস্থা বকেয়া ৩৬,৯৫০ কোটি টাকা মিটিয়ে দেবে।'
ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে তাদের বাজারে ১০ টাকা ফেসভ্যালুর ৩৬৯৫টি ইকুইটি শেয়ার ছাড়ার কথা বলা হয়েছে। এমনকী এই শেয়ারের ইস্যু প্রাইসও থাকবে ১০ টাকা প্রতি শেয়ারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যেই এই শেয়ার ইস্যু করবে সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















