Maruti wagonR Tour H3: নতুন ওয়াগনআর আনল মারুতি, লিটারে দেবে ৩৪ কিমি মাইলেজ
Maruti wagonR Tour H3: ফের একবার নতুনভাবে বাজারে এল মারুতি ওয়াগনআর। তবে এবার Maruti wagonR Tour H3 নামে মার্কেটে এসেছে এই গাড়ি। মারুতি জানিয়েছে লিটারে ৩৪. ৩৭ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি।
Maruti wagonR Tour H3: ফের একবার নতুনভাবে বাজারে এল মারুতি ওয়াগনআর। তবে এবার Maruti wagonR Tour H3 নামে মার্কেটে এসেছে এই গাড়ি। মারুতি জানিয়েছে লিটারে ৩৪. ৩৭ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি। তবে সবার জন্য নয় এই মডেল।
Maruti wagonR Tour H3: কাদের জন্য এই গাড়ি ?
এমনিতেই দেশের বাজারে অতি জনপ্রিয় মারুতির এই মডেল। অতীতেও Maruti Suzuki Wagon R-এর লোয়ার ভ্যারিয়েন্ট ব্যাক্তিগত ক্রেতা ছাড়াও ফ্লিট অপারেটরদের মনে জায়গা করে নিয়েছিল। এই বিষয়টি মাথায় রেখেই এবার wagonR Tour H3 মডেল লঞ্চ করল Maruti। এবার থেকে DZire , Ertiga-র মতো ট্যুর সংস্করণে যোগ দিল এই ভ্যারিয়েন্ট। বর্তমানে এই
তিনটি মডেলই মারুতি সুজুকি এরিনার পাশাপাশি এর বাণিজ্যিক ডিলারশিপে পাওয়া যাচ্ছে।
Maruti wagonR Tour H3: কী স্পেকস ও ফিচার গাড়িতে ?
Wagon R-এর LXI সংস্করণের বেস হ্যাচব্যাকটি সুপিরিয়র হোয়াইট ও সিল্কি সিলভার রঙে পাওয়া যাচ্ছে। এতে EBD, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ ও সামনের পাওয়ার উইন্ডোগুলির সাথে ABS বৈশিষ্ট্য দেওয়া হয়েছে৷ মারুতি সিএনজি সংস্করণের সাথে 34.37 কিমি/কেজি মাইলেজ দেয় এই গাড়ি। দুটি ভ্যারিয়েন্টই একটি স্ট্যান্ডার্ড 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়।
Maruti wagonR Tour H3: গাড়ির দাম কত ?
ইঞ্জিনের কথা বলতে গেলে এতে পাওয়ার দিতে Wagon R Tour H3-এ 1.0 লিটার 3-সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ইঞ্জিন 64hp শক্তি ও 89 নিউটন মিটার টর্ক জেনারেট করে। এটি স্টার্ট-স্টপ সিস্টেম সহ Maruti-র DualJet প্রযুক্তিও পায়। যে কারণে 25.4 km/l এর মাইলেজ দাবি করে এই গাড়ি। এর দাম শুরু এক্স শোরুম 5.39 লক্ষ টাকা।
Maruti wagonR: কাদের সঙ্গে প্রতিযোগিতা ?
ফেব্রুয়ারিতে, মারুতি সুজুকি 2022 মডেল বছরের জন্য আপডেটেড ওয়াগনআর চালু করেছিল। মডেলটি এখন আরও কার্যকরী 1.0-লিটার ও 1.2-লিটার পেট্রল ইউনিট ছাড়াও আরও বৈশিষ্ট্য-সহ পাওয়া যায়। ছোটো কসমেটিক আপডেট ও ভ্যারিয়েন্টের পরিবর্তন হয়েছে মারুতির এই গাড়িতে। এটি ভারতের গাড়ি বাজারে Hyundai Santro ও Datsun Go এর মত হ্যাচব্যাকের সঙ্গে প্রতিযোগিতা করে।