Warren Buffet: ভারতে বিনিয়োগ করবেন ওয়ারেন বাফেট ! ভারতকে ঘিরে কী পরিকল্পনা তাঁর ?
Warren Buffett Future Plan: বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট (Warren Buffett) তাঁর শেয়ারহোল্ডারদের বলেছিলেন যে তাঁর সংস্থা এখনও ভারতে প্রবেশ করতে পারেনি। ভারতে অনেক সম্ভাবনা রয়েছে।
Warren Buffett on India: সারা বিশ্বে বিনিয়োগকারীদের মধ্যে সবথেকে শীর্ষে আছেন ওয়ারেন বাফেট (Warren Buffett)। বহু ক্ষেত্রে তাঁর বিনিয়োগ করা সংস্থার শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে। তাঁর সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় প্রতি বছর তিনি বক্তব্য উপস্থাপন করেন। সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগ, অর্থনীতি ইত্যাদি নানা বিষয়ে এই বছর মতপ্রকাশ করেছেন ওয়ারেন বাফেট (Warren Buffett) আর তাঁর মধ্যেই তিনি ভারতে বিনিয়োগের ইঙ্গিতও দিয়েছেন। তাঁর কথায়, ভারতে প্রচুর সুযোগ আছে। তবে ভারতে আদৌ বিনিয়োগ করা হবে কিনা তাঁর ভার বাফেট ছেড়ে দিয়েছেন পরবর্তী ব্যবস্থাপকদের উপর।
ভারতে বিনিয়োগ করবেন বাফেট ?
বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট (Warren Buffett) তাঁর শেয়ারহোল্ডারদের বলেছিলেন যে তাঁর সংস্থা এখনও ভারতে প্রবেশ করতে পারেনি। ভারতে অনেক সম্ভাবনা রয়েছে। এশিয়ার এই দেশের বিষয়ে যদিও বাফেট নিজে কোনও সিদ্ধান্ত নিতে চান না, বরং এই সিদ্ধান্তের ভার তিনি পরবর্তী ব্যবস্থাপকদের হাতেই তুলে দিতে চান। তিনি জানান যে, ভারতও চাইবে যাতে বার্কশায়ার হ্যাথাওয়ে বিনিয়োগ করে দেশে, কিন্তু আমাদের দেখতে হবে বার্কশায়ার হ্যাথাওয়ে কোন খাতে ঠিক কতটা মুনাফা করতে পারে।
জাপানে বিনিয়োগে দারুণ মুনাফা পেয়েছে সংস্থা
জাপানে বিনিয়োগের মাধ্যমে দারুণ মুনাফা করেছে ওয়ারেন বাফেটের (Warren Buffett) সংস্থা। ভারতেও এমন অনেক সম্ভাবনা আছে বলে মনে করেন ওয়ারেন বাফেট। তবে এর জন্য সংস্থার তরুণ ম্যানেজমেন্ট ভাল সিদ্ধান্ত নিতে পারবেন বলেই মত তাঁর। তবে তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তিনি (Warren Buffett) শীঘ্রই বার্কশায়ার হ্যাথাওয়ের দায়িত্ব অন্য কারও হাতে অর্পণ করতে চলেছেন।
বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি ভারতের
গত কয়েক বছরে বিপুল হারে বেড়েছে ভারতের অর্থনীতি। বিশ্বজুড়ে নানা সমস্যা থাকা সত্ত্বেও ভারত এখন দুনিয়ার মধ্যে সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বলেই চিহ্নিত। দেশের অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপি ছিল ৮.৪ শতাংশ। টেসলা এবং বার্কশায়ার হ্যাথাওয়ের মত বড় বড় সংস্থা এখন তাই ভারতের দিকে মুখিয়ে আছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stock Market Today: ২.৭৪ লক্ষ কোটির লোকসান, ফ্ল্যাট বাজারে সেরা স্টক রইল এগুলি