WPI Rate: WPI মুদ্রাস্ফীতি কোথায় দাঁড়িয়ে? কী অবস্থা বাজারে?
Inflation Rate: কী জানাল বাণিজ্য ও শিল্প মন্ত্রক?
নয়াদিল্লি: পাইকারি দামের ভিত্তিতে যে মুদ্রাস্ফীতি (Wholesale Inflation) সেটি এই নিয়ে টানা পাঁচ মাস ঋণাত্মক রইল। অগাস্টে টানা পাঁচ মাস নেগেটিভ রইল Wholesale price-based inflation. যদিও খাদ্যদ্রব্য এবং জ্বালানি দাম ঊর্ধ্বমুখীই রয়েছে।
পাইকারি মূল্য সূচক (wholesale price index) ভিত্তিক মুদ্রাস্ফীতি এপ্রিল থেকেই নেগেটিভ রয়েছে। জুলাইয়ে সেটি ছিল -১.৩৬ শতাশ। এই অগাস্টে রয়েছে -০.৫২ শতাংশ। গত বছরের অগাস্টে সেটি ছিল ১২.৪৮ শতাংশ। পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি নিম্নগামী।
যদিও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি কিন্তু অন্য কথা বলছে। অগাস্টে (August) সেই সূবক ১০.৬০ শতাংশ। জুলাইয়ের তুলনায় অবশ্য রয়েছে অগাস্টে। জুলাইয়ে এই শতাংশ ১৪.২৫ শতাংশ।
কিন্তু অগাস্টে নীচের দিকে নেমেছে মুদ্রাস্ফীতির হার? বৃহস্পতিবার বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, খনিজ তেল, বেশ কিছু ধাতু, রাসায়নিক, রাসায়নিক নির্ভর দ্রব্য, বস্ত্র এবং কিছু খাদ্যদ্রব্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় কম থাকায় এমন চিত্র সামনে এসেছে।
জ্বালানি (Fuel) ও শক্তিক্ষেত্রে (Power) মুদ্রাস্ফীতি অগাস্টে রয়েছে -৬.০৩ শতাংশে, যা জুলাইয়ে ছিল -১২.৭৯ শতাংশ। ম্যানুফাকচারিং ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার -২.৩৭ শতাংশ, জুলাইয়ে যা ছিল -২.৫১ শতাংশ।
জুলাইয়ে কিন্তু খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়েছিল। কনজিউমার প্রাইস ইনডেক্স (Consumer Price Index) বা উপভোক্তা মৃল্য সূচক (CPI), যার ভিত্তিতে মূল্যবৃদ্ধির হিসেব করা হয়, সেটিও এখন রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার (RBI Comfort Zone) নির্ধারিত স্বস্তিসীমার উপরে ছিল। তারপরে আগস্টে খুচরো মূল্যবৃদ্ধির হার নেমে এসেছে ৬.৮৩, গত জুলাইয়ে যেটি ছিল ৭.৪৪ শতাংশ।
গত মাসেও সুদের হার অপরিবর্তিত রেখেছিল RBI. এই নিয়ে তৃতীয়বরের জন্য ৬.৫ শতাংশেই রাখা হয়েছে।
আরও পড়ুন: চন্দ্রযান লাইভ স্ট্রিমিংয়ে রেকর্ড, ISRO-কে অভিনন্দন Youtube-এর