Budget 2025: বাজেটের পরই বিরাট লাফে বাড়তে পারে সোনার দাম? বড় আশঙ্কা প্রকাশ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের
Gold Price:বাজেটে আমদানি শুল্কের রদবদলে বড় প্রভাব পড়তে পারে সোনার দামে? আশঙ্কা প্রকাশ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের

নয়া দিল্লি: গত বছর জুলাই মাসে সংসদের বাজেট বক্তৃতায় সোনার উপর আমদানি শুল্ক হ্রাস করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই সিদ্ধান্তে শিল্পে ইতিবাচক প্রভাব পড়েছিল। তবে আসন্ন বাজেটে যদি শুল্ক বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে, এমনটাই দাবি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের।
সোনার দাম স্থিতিশীল রাখতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই আমদানি শুল্ক কমিয়েছিল কেন্দ্র। কিন্তু এর ফলে সোনা ব্যবহারের পরিমাণ বেড়ে গিয়ে বাণিজ্য ঘাটতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আগে হলুদ ধাতুতে আমদানি শুল্ক ছিল ১৫ শতাংশ। সেখান থেকে কমিয়ে শুল্কের পরিমাণ ৬ শতাংশে নামিয়ে আনেন নির্মলা। দাবি, এতে অনেকটাই কমেছে সোনার চোরাচালান।
তবে আবারও সোনার উপর কেন্দ্র শুল্ক বৃদ্ধি করতে পারে বলে একাধিক সূত্রে জল্পনা শোনা গিয়েছে। সেই সিদ্ধান্ত নিলে সোনা আরও দামি হতে পারে। উল্লেখ্য, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ হলেও চাহিদার বেশিরভাগটাই আমদানির উপর নির্ভরশীল।
আরও পড়ুন, সাধুবাবার পায়ের স্পর্শে ভ্যানিশ ক্যান্সার-সহ একাধিক রোগ! মহাকুম্ভে এ যেন মহা 'ভেল্কি'!
প্রাক বাজেটে বৈঠকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিজিওনাল সিইও শচীন জৈন বলেন, সোনার উপর শুল্ক না বৃদ্ধির একটি অনুরোধ রাখা হয়েছে কেন্দ্রের কাছে। শুল্ক বাড়লে বাজারে বড় প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, শুল্ক কমানোর জেরে নভেম্বরে সোনার আমদানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। ডলারের নিরিখে টাকার দাম কমে যাওয়ায় বেশি খরচ করে সোনা আমদানি করতে হচ্ছে সরকারকে। আর এতেই উদ্বেগ বেড়েছে কেন্দ্রের। সূত্রের খবর, সেই কারণে ফের সোনার উপর আমদানি শুল্ক বৃদ্ধি করতে পারে মোদি সরকার।
২০২৪ সালের প্রথম ১১ মাসে ভারত সোনা আমদানিতে মোট ৪৭ বিলিয়ন ডলার খরচ করেছে। ২০২৩ সালের পুরো বছরের নিরিখে ৪২.৩০ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আমদানি শুল্ক বাড়ালে সোনার ল্যান্ডেড কস্ট বাড়বে। ফলে দেশে সোনার দামও বাড়বে।
২৪ জানুয়ারি শুক্রবারে ২৪ ক্যারাট সোনার দাম হয়ে গিয়েছিল প্রতি গ্রামে ৮০১৯ টাকা। ২২ ক্যারাট গয়নার সোনার দাম হল প্রতি গ্রামে ৭৬২০ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















