Power Steering in Bike: বাইকে পাবেন পাওয়ার স্টিয়ারিং ? ইয়ামাহা আনতে চলেছে এই প্রযুক্তি
Yamaha Technology: একবার বাজারে এই প্রযুক্তি চলে এলে এটাই হবে ইয়ামাহার যুগান্তকারী আবিষ্কার। কোম্পানি ঘোষণা করেছে, শীঘ্রই নতুন বাইকের প্রযুক্তি নিয়ে আসতে পারে তারা।
Yamaha Technology: একবার বাজারে এই প্রযুক্তি চলে এলে এটাই হবে ইয়ামাহার যুগান্তকারী আবিষ্কার। কোম্পানি ঘোষণা করেছে, শীঘ্রই নতুন বাইকের প্রযুক্তি নিয়ে আসতে পারে তারা। ইতিমধ্যেই তার ঝলক দেখিয়েছে কোম্পানি। বাইকে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম (EPS) এর প্রোটোটাইপ সামনে এনেছে কোম্পানি।
Yamaha Technology: কোন বাইকে এই প্রযুক্তি ?
অটো সাইটগুলোর মতে, শীঘ্রই বাজারে এই প্রযুক্তি আনতে চলেছে ইয়ামাহা। আগামী কয়েক বছরের মধ্যে উৎপাদন শুরু হয়ে যাবে এই ধরনের বাইকের। ইয়ামাহা আরও জানিয়েছে, নতুন পাওয়ার স্টিয়ারিং প্রযুক্তি প্রথমে কোম্পানির MX সিরিজের বাইকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। পরবর্তীকালে অন্য মডেলগুলি এই প্রযুক্তি পেতে পারে।
Power Steering in Bike: কী সুবিধা পাওয়ার স্টিয়ারিংয়ে ?
ইয়ামাহার পাওয়ার স্টিয়ারিং-এর প্রাথমিক প্রোটোটাইপগুলিতে টর্ক সেন্সর, চুম্বক প্রযুক্তি ও অ্যাকুয়েটর ব্যবহার করা হয়েছে। এই সব উপাদানগুলি কম গতিতে স্টিয়ারিংকে 'মুভমেন্ট ইনপুট' দেওয়ার পাশাপাশি উচ্চ গতিতে স্টিয়ারিং ড্যাম্পার সুবিধা দেয়। কোম্পানির দাবি, এই নতুন প্রযুক্তির মাধ্যমে বাইক রাইডার আরও আত্মবিশ্বাসের সঙ্গে বাইক চালাতে পারবে। যা রাইডারকে কম শক্তি ব্যবহার করে সহজেই বাইকে ঘোরাতে কাজে দেবে। ইয়ামাহার মতে, এই নতুন প্রযুক্তি বদলে দেবে বাইকারের অভিজ্ঞতা।
Yamaha Technology: কোথায় হচ্ছে এই পরীক্ষা ?
ইয়ামাহা অস্ট্রেলিয়ান রেসার জে উইলসনের সঙ্গে তাদের নতুন পাওয়ার স্টিয়ারিং পরীক্ষা করেছে। উইলসন বর্তমানে ইয়ামাহা ফ্যাক্টরি টিমের জন্য কাজ করছেন। অল জাপান ইয়ামাহা ফ্যাক্টরি রেস টিমের সঙ্গে চলছে তার প্রতিদ্বন্দ্বিতা। কোম্পানি ঘোষণা করেছে, তার অল-জাপান মটোক্রস চ্যাম্পিয়নশিপ YZ450FM ও YZ250F মটোক্রস রেসারগুলি শীঘ্রই এই নতুন স্টিয়ারিং সিস্টেমের সঙ্গে দেখা যাবে৷
Yamaha Technology: কোম্পানি বর্তমানে তার বৈদ্যুতিক বাইকে টর্ক সনাক্ত করতে ম্যাগনেটোস্ট্রিকটিভ সিস্টেম পরীক্ষা করছে। জাপান Motocross Championship YZ450FM ও YZ250F motocross বাইকগুলিতে EPS প্রয়োগ করে কোম্পানিকে জন্য ডেটা ক্যাপচার করতে সাহায্য করবে। বলা বাহুল্য, ভবিষ্যতে রোড বাইক সিস্টেমকে আরও উন্নত করতে এই ডেটা ব্যবহার করা হবে৷
আরও পড়ুন : Hyundai Palisade: এই গাড়ি ভারতে এলে বদলে যাবে বাজার, হুন্ডাই আনছে নতুন Palisade