Yamaha FZ-X: নিও রেস্ট্রো স্টাইলিং, FZ-X আনছে Yamaha
সাধারণ বাইকের থেকে একটু আলাদা লুক। এবার নিও রেট্রো স্টাইলিংয়ের দিকে ঝুঁকছে ইয়ামাহা।কোম্পানির জনপ্রিয় মডেল FZ-এর উপরই চলেছে নয়া কারিগরি। শীঘ্রই বাজারে আসতে পারে Yamaha FZ-X।
নয়া দিল্লি : সাধারণ বাইকের থেকে একটু আলাদা লুক। এবার নিও রেট্রো স্টাইলিংয়ের দিকে ঝুঁকছে ইয়ামাহা।কোম্পানির জনপ্রিয় মডেল FZ-এর উপরই চলেছে নয়া কারিগরি। শীঘ্রই বাজারে আসতে পারে Yamaha FZ-X।
অটো ব্লগিং সাইটগুলোতে ইতিমধ্যেই বেরিয়ে গেছে কোম্পানির নতুন মডেলের ছবি। যা নিয়ে কৌতূহলের শেষ নেই বাইকারদের মধ্যে। তবে FZ সিরিজ হলেও একেবারে অন্য লুক রয়েছে বাইকের। অন্তত তেমনই বলছে আপকামিং বাইকের গোপন ছবি।কেমন হতে পারে ইয়ামাহার এই নতুন বাইক ?
Yamaha FZ-X-এর ইঞ্জিন ও প্লাটফর্ম
অটো ব্লগারদের মতে, নতুন এই বাইক শেয়ার করবে পুরোনো FZS-FI মডেলের ইঞ্জিন। ১৪৯ সিসির এই বাইক ৭২৫০ আরপিএমে সর্বোচ্চ ১২.৪ বিএইচপির পাওয়ার দেবে। পুরোনো বাইকের ধাঁচেই ফাইফ স্পিড গিয়ার ট্রান্সমিশন দেওয়া হবে বাইকে।
Yamaha FZ-X দৈর্ঘ্যে বড়, টল স্টান্স, চওড়াও বেশি
পুরোনো বাইকের আদলে তৈরি হলেও এবার বদলে যাচ্ছে Yamaha FZ-X-এর আয়তন, উচ্চতা ও প্রস্থ্য। শোনা যাচ্ছে, নতুন বাইকের দৈর্ঘ্য রাখা হয়েছে ২০২০ এমএম। চওড়ায় এই বাইক এবার ৭৮৫ এমএম। যা আগের থেকে বেশি। পাশাপাশি এর উচ্চতা ১১১৫ এমএম। তবে হুইল বেস আগের মডেলের মতোই ১৩৩০ এমএম থাকার কথা।
স্টাইলিং ও চালানোর স্বাচ্ছন্দ্য
নিউ রেট্রো স্টাইলিং হলেও রেগুলার কমিউটার বাইকের স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে Yamaha FZ-X-এ। বিভিন্ন সাইটের গোপন ছবি বলছে, সাধারণ কমিউটার মোটবাইকের থেকে বড় হ্যান্ডেলবার হবে নতুন মডেলে। কোথাও ক্রজার বাইকের মতো উঁচু হ্যান্ডেলবার করা হয়নি। বা স্পোর্টস বাইকের মতো ঝুঁকে চালানোর প্রবণতা নেই বাইকে। 'ইজি গোয়িং রাইড'-ই কোম্পানির মূল মন্ত্র। তাই আগের বাইকের মতোই গাড়ির মাঝামাঝি দেওয়া হয়েছে ফুট পেগস।
Yamaha FZ-X ঠেসে ভরা ফিচার
অ্যালোয় হুইলের পাশাপাশি সব বাইকের মতোই এখানেও দেওয়া হয়েছে ডিস্ক ব্রেকস। রয়েছে ফুললি ডিজিটাল ইন্ট্রুমেন্ট প্যানেল। স্পাই ছবি অন্তত সেই কথাই বলছে। চলতি গ্রীষ্মেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে ইয়ামাহা-এর এই নতুন বাইক। দাম হতে পারে ১.১৫ লক্ষের ওপর।