Zomato: দুপুরে অর্ডার নয়, গ্রাহকদের কেন এমন আবেদন জোমাটোর ?
Zomato Order: দুপুর থেকে বিকেলের দিকে যখন বাইরের তাপমাত্রা অনেক চড়া থাকে, সেই সময় যাতে কেউ অর্ডার না করেন প্রয়োজন ছাড়া, সেই আবেদন রেখেছে জোমাটো। কিন্তু কেন ?
Zomato Online Food Delivery: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো এবার তাঁর গ্রাহকদের কাছে এক করুণ আবেদন রেখেছে। দেশের প্রচণ্ড তাপপ্রবাহ থেকে বাঁচতে এবং জোমাটোর ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য ভাল রাখতে এই আবেদন জানিয়েছে জোমাটো (Zomato Order)। গত সপ্তাহের শনিবার বিকেলেই জোমাটো তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, খুব প্রয়োজন না হলে জোমাটোতে অনুগ্রহ করে যেন গ্রাহকরা দুপুরের দিকে কোনও অর্ডার না করেন।
দুপুর থেকে বিকেলের দিকে যখন বাইরের তাপমাত্রা অনেক চড়া থাকে, সেই সময় যাতে কেউ অর্ডার না করেন প্রয়োজন ছাড়া, সেই আবেদন রেখেছে জোমাটো। ইতিমধ্যে দেশের তীব্র দাবদাহে অনেকেই প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ গরমের (Zomato Order) কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দিল্লিতে তাপমাত্রা ৫২ ডিগ্রি পেরিয়েছিল কিছুদিন আগেই।
তীব্র গরমের মুখে পড়তে হয় ডেলিভারি পার্টনারকে
জোমাটো ফুড ডেলিভারি সংস্থা তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছে যে, অনুগ্রহ করে দুপুরের দিকে কোনও অর্ডার কেউ করবেন না। এই সময় অর্ডার এলে ডেলিভারি পার্টনারকে অসহ্য গরমের মধ্যেই তীব্র তাপমাত্রা সহ্য করে ডেলিভারি (Zomato Order) দেওয়ার জন্য বেরোতে হয়। এ বছর তাপমাত্রা অনেক রাজ্যেই রেকর্ড ভেঙেছে। এ জন্য বহু মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড ও দিল্লিতে হিটস্ট্রোকের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
তাপপ্রবাহ নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী
এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাপপ্রবাহের গুরুত্বপূর্ণ পরিস্থিতি আসন্ন বর্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল যে রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশের অনেক এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে। গরমের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ জারি করেছেন প্রধানমন্ত্রী।
আবহাওয়া তথ্য পরিষেবা চালু করেছিলেন দীপেন্দর গোয়েল
এর আগে জোমাটো সংস্থার প্রতিষ্ঠাতা দীপেন্দর গোয়েল আবহাওয়ার তথ্য পরিষেবা দেওয়ার জন্য একটি সিস্টেম চালু করেছিলেন। দীপেন্দর গোয়েল জানিয়েছিলেন যে, এই সংস্থার ডেলিভারি পার্টনারদের বিভিন্ন মরসুমে কাজ করতে হয়, তাদের সবসময় এই আবহাওয়ার তথ্য দেওয়ার জন্য এই সিস্টেম খুবই সহায়ক হয়ে উঠবে বলে মনে করেছিলেন তিনি। এতে তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং বৃষ্টির তথ্য পেয়ে যাবেন ডেলিভারি পার্টনাররা।
আরও পড়ুন: Gold Silver Price: ভোটের পরেই দাম কমল সোনার ! সোমের বাজারে কত হল দাম ? দেখুন রেটচার্টে