Zomato Order Cost Hike: জোমাটোতে খাবার অর্ডারে বাড়ল খরচ ! চার্জ বাড়াতেই ৫ শতাংশ লাফ শেয়ারে
Zomato Platform Fee: গত বছর অগস্ট মাসে জোমাটোর এই প্ল্যাটফর্ম ফি ছিল ২ টাকা প্রতি অর্ডারে এবং পরে তা বাড়িয়ে করা হয় ৩ টাকা। নতুন বছরের শুরুতেই একবার এই খরচ ৩ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছিল সংস্থা।
![Zomato Order Cost Hike: জোমাটোতে খাবার অর্ডারে বাড়ল খরচ ! চার্জ বাড়াতেই ৫ শতাংশ লাফ শেয়ারে Zomato Order To Cost More Online Food Delivery Company Hike platform Fee Zomato Share Rise Zomato Order Cost Hike: জোমাটোতে খাবার অর্ডারে বাড়ল খরচ ! চার্জ বাড়াতেই ৫ শতাংশ লাফ শেয়ারে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/16f243ec321f714b6a6561763a5b45651713774361435900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Zomato Service Charge: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোতে এবার খরচ বাড়ল গ্রাহকদের। জোমাটো অবশেষে তাঁদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে। প্রতি অর্ডারে ২৫ শতাংশ বাড়িয়েছে প্ল্যাটফর্ম ফি, এখন থেকে জোমাটো (Zomato Hike platform Fee) ব্যবহার করে খাবারের অর্ডার দিতে গেলে গ্রাহকদের প্রতি অর্ডারে ৫ টাকা ফি দিতে হবে। এছাড়া সংস্থাটি তাঁর ইন্টারসিটি লিজেন্ডস পরিষেবা বন্ধ করেছে। এখনও ত্রৈমাসিকের ফল ঘোষণা হয়নি জোমাটোর। তাঁর আগেই এই প্ল্যাটফর্ম ফি বাড়ানোর খবরের পরেই এক লাফে ৫ শতাংশ বাড়ল জোমাটোর শেয়ারের দাম।
শুরুতে প্ল্যাটফর্ম ফি ছিল ২ টাকা
গত বছর অগস্ট মাসে জোমাটোর এই প্ল্যাটফর্ম ফি ছিল ২ টাকা প্রতি অর্ডারে এবং পরে তা বাড়িয়ে করা হয় ৩ টাকা। নতুন বছরের শুরুতেই একবার এই খরচ ৩ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছিল সংস্থা। তবে এবার থেকে প্রতি অর্ডারে ৫ টাকা প্ল্যাটফর্ম ফি দিতে হবে জোমাটোকে (Zomato Hike platform Fee)। অর্থাৎ ১ টাকা হারে বেড়েছে প্ল্যাটফর্ম ফি, যা কিনা ২৫ শতাংশ। আর এই ফি বাড়ার পর থেকেই জোমাটোর শেয়ারের দাম বেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, প্ল্যাটফর্ম ফি বাড়ার ফলে ডেলিভারি চার্জের উপর জিএসটিও বাড়বে জোমাটোর। ফলে আশাবাদী মনোভাবের কারণে এবারেও এক লাফে ৫ শতাংশ বেড়ে গেল জোমাটোর শেয়ারের দাম।
৮৫-৯০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে
প্রতি বছর জোমাটো সারা দেশে ৮৫ থেকে ৯০ কোটি অর্ডার সরবরাহ করে। প্ল্যাটফর্ম ফি হিসেবমত ১ টাকা বাড়ানোর ফলে সংস্থা এর মাধ্যমে অতিরিক্ত ৮৫-৯০ কোটি টাকা উপার্জন করবে। তাছাড়া সংস্থার EBITDA-ও ৫ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে এখনই সারা দেশজুড়ে এই বর্ধিত ফি কার্যকর করা হয়নি। শুধু কিছু কিছু নির্দিষ্ট শহরে প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে জোমাটো (Zomato Hike platform Fee)। এর আগে ইন্টারসিটি লিজেন্ডস পরিষেবার মাধ্যমে বড় কোনও শহরের রেস্তোরাঁ থেকে খাবার অন্য শহরে পৌঁছে দিত জোমাটো। এবার থেকে এই পরিষেবা বন্ধ করল জোমাটো।
শেয়ারের দাম বাড়ল জোমাটোর
ডিসেম্বর ত্রৈমাসিকে জোমাটোর (Zomato Hike platform Fee) আয় ৩০ শতাংশ বেড়ে হয়েছে ২০২৫ কোটি টাকা। ব্লিঙ্ক-ইটের আয়ও দ্বিগুণ হারে বেড়েছে ৬৪৪ কোটি টাকা। এক বছর আগে ২০২২ সালে এই সংস্থা মোট ৩৪৭ কোটি টাকা লোকসান করেছিল, আর গত বছর ডিসেম্বর ত্রৈমাসিকে ১৩৮ কোটি টাকা নিট মুনাফা করেছে জোমাটো। আজ ২২ এপ্রিল বাজারে এই প্ল্যাটফর্ম ফি বাড়ানোর খবর ছড়িয়ে পড়তেই ৪.৫৪ শতাংশ বেড়ে যায় শেয়ারের দাম। ১৯৭.৮০ টাকায় ট্রেড করতে থাকে জোমাটোর শেয়ার। পরে যদিও তা খানিক কমে আসে।
আরও পড়ুন: Fixed Deposit: HDFC না SBI, প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে কোথায় মিলছে বেশি সুদ ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)