এক্সপ্লোর
Advertisement
বাড়িতে কেউ নেই, পুত্রবধূকে ‘ধর্ষণ’ শ্বশুরের, প্রশ্ন করতেই ছেলেকে গুলিতে খুন!
পুলিশ জানিয়েছে,বছরখানেক আগে মাজোলা হনুমাননগর এলাকায় বিয়ে হয়ে আসেন নির্যাতিতা। ২৫ নভেম্বর বাড়িতে কেউ ছিলেন না। স্বামী, শাশুড়ি বিয়েবাড়িতে গিয়েছিলেন। নির্যাতিতার অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে শ্বশুরমশাই তাঁকে ধর্ষণ করেন।
বরেলি: বাড়িতে কেউ না থাকার সুযোগ পুত্রবধূকে ধর্ষণ করেছিলেন শ্বশুর। স্বামী ফিরতেই সে কথা জানিয়েছিলেন স্ত্রী। এ নিয়ে ছেলে প্রশ্ন করতেই তাঁকে গুলি করে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায়। পুলিশ জানিয়েছে,বছরখানেক আগে মাজোলা হনুমাননগর এলাকায় বিয়ে হয়ে আসেন নির্যাতিতা। ২৫ নভেম্বর বাড়িতে কেউ ছিলেন না। স্বামী, শাশুড়ি বিয়েবাড়িতে গিয়েছিলেন। নির্যাতিতার অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে শ্বশুরমশাই তাঁকে ধর্ষণ করেন। স্বামী ও শাশুড়ি বাড়ি ফেরার পর ঘটনার কথা খুলে বলেন পুত্রবধূ। এরপরই বাবাকে এ নিয়ে প্রশ্ন করেন ছেলে, এমনকি পুলিশে অভিযোগ দায়ের করার হুমকিও দেন। বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। বাবার পক্ষ নিয়ে এগিয়ে আসেন ছোট ছেলে। এর মাঝে আচমকাই রিভলবার বের করে ছেলেকে গুলি করেন অভিযুক্ত ব্যক্তি।
এসপি অমিত কুমার আনন্দ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের ছোট ছেলের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টির সঙ্গে যেহেতু পরিবারের মানসম্মানের দিকটি জড়িত, তাই সব দিক খতিয়ে দেখা হবে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হবে বলেও জানিয়েছে পুলিশ।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement