এক্সপ্লোর
Advertisement
সিরিয়ালে অভিনয়ের টোপ দিয়ে অভিনেত্রীকে ধর্ষণ, এক মহিলা সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের
টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের জন্য নাগপুরের দুই ব্যক্তির বিরুদ্ধে পুনে বিমানবন্দর থানায় দায়ের হল মামলা। অপহরণের অভিযোগে পুলিশ মুম্বইয়ের এক মহিলার বিরুদ্ধেও মামলা দায়ের করেছে।
পুনে: টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের জন্য নাগপুরের দুই ব্যক্তির বিরুদ্ধে পুনে বিমানবন্দর থানায় দায়ের হল মামলা। অপহরণের অভিযোগে পুলিশ মুম্বইয়ের এক মহিলার বিরুদ্ধেও মামলা দায়ের করেছে। ওই মহিলা অভিযোগকারিনীকে অভিনয়ের টোপ দিয়ে তাঁকে পুনেতে নিয়ে এসেছিলেন।
অভিযোগকারিনী তাঁর বয়ানে জানিয়েছেন, গত ৯ ফেব্রুয়ারি বিমনগরের হোটেলের কামরায় দুইজনকে দেখে তিনি আপত্তি করায় বিয়ারের বোতল নিয়ে তাঁর ওপর হামলা চালায় তিনজন।
অভিনেত্রীর চিকিত্সার পর গত ১৪ মার্চ এই মামলায় এফআইআর দায়ের করা হয়। তাঁর বয়ানে অভিযোগকারিনী জানিয়েছেন, গত জানুয়ারিতে মুম্বইয়ের একটি মলে ওই মহিলার সঙ্গে দেখা করেছিলেন তিনি। তখন অভিযুক্ত মহিলা অভিযোগকারিনীকে সিরিয়ালে কাজ পাইয়ে দিতে সাহায্য করার কথা বলেন।
বিমানবন্দর থানার আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, ওই মহিলা নির্যাতিতাকে বলেছিল যে, তাঁর এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে জানাশোনা রয়েছে। ওই মহিলা আরও বলেছিল যে, এই দুজনের সঙ্গে পুনেতে গিয়ে অভিনেত্রীর দেখা করা উচিত।
৮ ফেব্রুয়ারি ওই মহিলার সঙ্গে পুনেতে আসেন অভিযোগকারিনী। তাঁরা একটি হোটেলে ওঠেন। পুলিশের আধিকারিক জানিয়েছেন, ওই দিন নিজেদের প্রযোজক ও পরিচালক পরিচয় দিয়ে দুই ব্যক্তি নির্যাতিতার ইন্টারভিউ নেয় এবং একটি সিরিয়ালে অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেয়।
এরপর তারা অভিযোগকারিনীর কামরায় আসে এবং অভিযুক্ত মহিলার সঙ্গে বিয়ার পান করে। ওই সময় ওই দুই ব্যক্তি অভিনয়ের সুযোগ করে দেওয়ার মূল্য চোকাতে বলে। সেই প্রস্তাব ফিরিয়ে দিল অভিযুক্তরা তাঁকে মারধর করে বলে অভিযোগ।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement