East Medinipur News: রেশন দুর্নীতির তদন্ত চলাকালীন খালের মধ্যে পড়ে বস্তা বস্তা চাল, উত্তেজনা পটাশপুরে
Patashpur News: পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এরটি খালে বস্তা বস্তা সরকারি স্ট্যাম্প মারা চাল পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাও ছড়িয়েছে।
ঋত্বিক প্রধান, পটাশপুর: রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালকালীনই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের (East Medinipur) একটি খাল থেকে উদ্ধার হল বস্তা বস্তা চাল। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ২০০টি চালের বস্তার গায়েই সরকারি ছাপ রয়েছে। এর ফলে এই চালের বস্তাগুলিকে (Rice bag) রেশনের বলে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাও ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ব্রিজের নিতে খালের মধ্যে চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে চালের বস্তাগুলো খাল থেকে তোলে। কে বা কারা এভাবে খালের মধ্যে চালের বস্তা ফেলল, কী কারণে ফেলল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা গেছে, ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত ও পটাশপুর ২ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মাঝখানে এই জায়গায় খাল রয়েছে। সেই খালের ওপর থাকা ব্রিজের ঠিক নিচ থেকে ওই চালের বস্তাগুলো উদ্ধার হয়েছে। যদি কোনও ভাবে দুর্ঘটনাগ্রস্ত কোনও গাড়ি থেকে ওই চালের বস্তাগুলো পড়ত তাহলে তার প্রমাণ থাকত। কিন্তু, ওই ব্রিজে দুর্ঘটনার কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র খালে চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। খালে থাকা কচুরিপানার মধ্যে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। কৌতূহল হওয়ায় তাঁদের মধ্যে কয়েকজন খালে নেমে বস্তাগুলিতে দেখেন সরকারি স্ট্যাম্প লাগানো রয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে খাল থেকে ২০০টি চালের বস্তা উদ্ধার করে। তার সবকটিতেই সরকারি স্ট্যাম্প ছিল। চালের বস্তাগুলো উদ্ধার করে নিয়ে গেছে পটাশপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের কথায়, শনিবারও এই খালে কোনও চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়নি। আজ সকালেই চালের বস্তা পড়তে থাকতে হচ্ছে। তাই সবার সন্দেহ হচ্ছে রাতে অন্ধকারের সুযোগ নিয়ে চালের বস্তাগুলি ওই খালে ফেলা হয়েছে। কোনও ঘটনা চাপা দেওয়া জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অনুমান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nandigram News: নন্দীগ্রামের মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে এককভাবে জয়ী বিজেপি