21 July Live : 'আমরা সব ভাষাকে সম্মান করি, বাংলা ভাষার উপরে সন্ত্রাস চলছে কেন?' সরব মমতা বন্দ্যোপাধ্যায়
21 July TMC Rally: তৃণমূলের একুশের সমাবেশে যানজট নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, তৎপর পুলিশ। নারী নিরাপত্তা ইস্যুতে আজই উত্তরকন্যা অভিযান যুব মোর্চার, খড়গপুরে দিলীপ।
LIVE

Background
আজ ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহিদ দিবস ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আগে থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। এখন আর ঘণ্টা কয়েকের অপেক্ষা। ২১ জুলাইয়ের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গিয়েছে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ। বলেন, সমস্ত রাজ্যের মানুষকে সম্মান করি। তবে তার মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বলেই তাঁকে জেলে ভরে দিতে হবে। আগের দিন সভাস্থল পরিদর্শনে গিয়ে বিজেপি ও সিপিএমকে একযোগে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। উত্তর দিয়েছে বিরোধীরাও।
একদিকে তৃণমূলের শহিদ দিবস। অন্যদিকে, আজই বিজেপির উত্তরকন্যা অভিযান। নামে উত্তরকন্যা অভিযান হলেও আদালতের নির্দেশ অনুযায়ী, উত্তরকন্যার কাছে যেতে পারবেন না বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। অভিযান যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
SSC Case : নতুন পরীক্ষা বিধি নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তিতে রাজ্য ও SSC
নতুন পরীক্ষা বিধি নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তিতে রাজ্য ও SSC । নয়া বিধি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আমরা কখনই বলিনি, কোন বিধি অনুযায়ী নিয়োগ হবে, পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের
Mamata Banerjee Speech : নরকঙ্কালের সরকার, বাংলাকে শেষ করে দিয়েছিল, CPM কে আক্রমণ তৃণমূলনেত্রীর
'বামপন্থীদের কথা ছাড়ুন, যত না বলেন ততই ভাল। সোশাল মিডিয়ায় টাকা খরচ করে বেঁচে আছে'
নরকঙ্কালের সরকার, বাংলাকে শেষ করে দিয়েছিল, আক্রমণ তৃণমূলনেত্রীর






















