Goods Train Derails In Odisha : ওড়িশায় মালগাড়ি দুর্ঘটনার প্রভাবে আজও ট্রেনের সূচিতে কী কী পরিবর্তন
সোমবারের পর আজও দূরপাল্লার ট্রেন বাতিল। ঘুরপথে চলছে বেশ কয়েকটি ট্রেন।
সুনীত হালদার, কলকাতা : ওড়িশায় মালগাড়ি দুর্ঘটনার প্রভাব পড়ল হাওড়া ও শালিমার স্টেশনে। ভদ্রক লাইনে কোড়াই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়। তার জেরে আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত হয় ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ও শালিমার স্টেশনে বাতিল করতে হয় বেশ কিছু ট্রেন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সোমবারের পর আজও দূরপাল্লার ট্রেন বাতিল। ঘুরপথে চলছে বেশ কয়েকটি ট্রেন। হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ও হাওড়া-ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেসের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।
- ফলকনুমা বিকেল সাড়ে ৪টেয় ছাড়বে।
- হাওড়া-ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস সন্ধে সাড়ে ৬টায় ছাড়বে।
সোমবারই দুর্ঘটনার জেরে জেরে বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। প্রভাব পড়ে হাওড়া ও শালিমার শাখায়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে বাতিল করতে হয়েছে একগুচ্ছ দুরপাল্লার ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন। কিছু ট্রেনকে গন্তব্যের অনেক আগেই দাঁড় করিয়ে দেওয়া হয় বিভিন্ন স্টেশনে। এর জেরে এদিন সকালেই হাওড়া ও শালিমার স্টেশনে গিয়ে দুর্ভোগে পড়তে হয় অনেক যাত্রীকে। কারও ট্রেন বাতিল হয়েছে। কাউকে আবার ট্রেনের বদলে ধরতে হয়েছে বাস।
View this post on Instagram