Tripura News: আগরতলার বাসে রুটিন তল্লাশি, পুলিশের জালে তৃতীয় লিঙ্গের ৭ যাত্রী !
7 Bangladeshi in Agartala : আগরতলার বাসে অবাককাণ্ড, কেন পাকড়াও করা হল তৃতীয় লিঙ্গের ৭ যাত্রীকে ?
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: আগরতলা-গুয়াহাটিগামী বাসে পাকড়াও হল তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থাকা সাত বাংলাদেশী নাগরিক। একই দিনে বাংলাদেশে জামাতে ইসলাম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পরই ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি চলল বিএসএফ-র।
পানিসাগর থানার পুলিশ জাতীয় সড়কে রুটিন তল্লাশি চালানোর সময় আগরতলা-গুয়াহাটিগামী বাসে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থাকা সাত বাংলাদেশী নাগরিককে পাকড়াও করে। তাদের তিনজনের কাছে ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা মুম্বইয়ের উদ্দেশ্যে গুয়াহাটির বাসে করে আগরতলা থেকে রওনা হয়েছিল।
অপরদিকে আগরতলা রেলস্টেশনে ৬ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ও তাদের মদতদাতা দুই ভারতীয় নাগরিককে আটক করে।
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের এক বিবৃতিতে জানানো হয় শুধুমাত্র জুলাই মাসেই ৪ কোটি টাকার উপর অবৈধ চিনি, কফ সিরাফ, গাজা, ১৮০ টি গরু পাচারের সময় আটক করা হয়। ২৮ জুলাই দেশের বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব অঙ্কন বন্দ্য়োপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকেও অবৈধ অনুপ্রবেশ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি বলে উল্লেখ করেছিলেন।
একই দিনে উত্তর জেলার পানিসাগর সেক্টরে বিএসএফের টহলদারির সময় ওপার থেকে ২০ থেকে ২৫ জনের একটি দল অবৈধভাবে এপারে অনুপ্রবেশের চেষ্টা করছিল,তাঁদেরকে বাধা দিতেই চড়াও হয় বিএসএফ-র উপর। পরে তাদেরকে প্রতিহত করতে বিএসএফকে গুলি ছুড়তে হয়, তাতে পিছু হটে অনুপ্রবেশকারী দলটি।
প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই চলছে অবৈধ অনুপ্রবেশ। আগরতলা রেল স্টেশন থেকে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে রেল পুলিশ। ধৃত মোহাম্মদ শহীদুল ইসলাম, আকবর আলী, মোহাম্মদ মইনুল ইসলাম, আক্রম হক পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আগরতলা থেকে কলকাতা কাজের জন্য আসছিল। একই দিনে শ্রীনগর সীমান্ত এলাকা থেকে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে আটক হয় আরও দুই বাংলাদেশি নাগরিক। যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে।
আরও পড়ুন, রাস্তার জমা জলের জ্যান্ত কই চলে গেল গলায়, বেঘোরে প্রাণ গেল জৌগ্রামের বাসিন্দার
চলতি বছরের প্রথম ছয় মাসেই ত্রিপুরায় অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ৯৩০টি গরু-সহ ৬১ কোটি টাকার নেশা সামগ্রী ও সোনা। একই সময়ে রাজ্যের কাঁটাতার দিয়ে ১৬ জন রোহিঙ্গা-সহ ৩৮৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে। তাছাড়া শুধু জুলাই মাসেই আগরতলা রেল স্টেশন থেকে মহিলা ও শিশুসহ অবৈধভাবে রাজ্যে আসা ৫০ এর উপর বাংলাদেশী এবং রোহিঙ্গা আটক করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।