Roddur Roy Update: রোদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু, ফের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
Youtuber Roddur Roy: এদিকে পুলিশ সূত্রে খবর, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেের হদিশ মিলেছে। প্রত্যেকটি অ্যাকাউন্টেই মোটা অঙ্কের টাকা রয়েছে বলে খবর। এই টাকার উৎস কী?
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে নতুন মামলা রুজু বটতলা থানার পুলিশের। ২০২০ সালে ১১ মে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। মন্তব্যের প্রেক্ষিতে একজন গৃহশিক্ষক ২০২০ সালের জুন মাসে অভিযোগ দায়ের করেন। বটতলা থানায় অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষক। দু বছর পর সেই মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ২০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
View this post on Instagram
ফের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ: এর আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে আজ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন শুনানিতে নতুন মামলার ভিত্তিতে ফের ৭ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে ৭ জুন রোদ্দুর রায়কে (Roddur Roy) গ্রেফতার করে কলকাতা পুলিশ। এদিকে পুলিশ সূত্রে খবর, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেের হদিশ মিলেছে। প্রত্যেকটি অ্যাকাউন্টেই মোটা অঙ্কের টাকা রয়েছে বলে খবর। এই টাকার উৎস কী? এই ভিডিও বাননোর নেপথ্যে কি অন্য কারোর অঙ্গুলিহেলন রয়েছে? এই সব প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ।
আরও পড়ুন: Jalpaiguri News: জলপাইগুড়িতে জেল-ফেরত স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে