Jalpaiguri News: জলপাইগুড়িতে জেল-ফেরত স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে
Husband Killed by Wife: জেল-খাটা স্বামীকে গাছের ডাল দিয়ে পিটিয়ে মারলেন স্ত্রী! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ির বানারহাটের গয়েরকাটায়। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজা চট্টোপাধ্যায়, বানারহাট: জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে জেল-ফেরত স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মত্ত অবস্থায় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
জেল-ফেরত স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ: জেল-খাটা স্বামীকে গাছের ডাল দিয়ে পিটিয়ে মারলেন স্ত্রী! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ির বানারহাটের গয়েরকাটায়। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম সুরেন বাড়া। মঙ্গলবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, চা বাগান এলাকার বাসিন্দা ওই দম্পতির মধ্যে বনিবনা ছিল না। স্বামী নেশাসক্ত হওয়ায় অশান্তি লেগেই ছিল। বছর দুয়েক আগে বধূ নির্যাতন মামলায় জেলেও যান সুরেন।
গাছের ডাল দিয়ে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ: অভিযোগ, দিনকয়েক আগে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে ফের অত্যাচার শুরু করেন। সোমবার রাতে সুরেন মত্ত অবস্থায় মেয়েদের মারতে যাওয়া, রণমূর্তি ধারণ করেন স্ত্রী দুর্গি। গাছের ডাল দিয়ে স্বামীকে পিটিয়ে মারেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশে মিলেছে গাছের দুটি মোটা ডাল। দেহের পাশাপাশি, মৃতের মাথার পিছনেও আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ।
হুগলির সিঙ্গুরের দাইপুকুর এলাকায় যুগলের রহস্যমৃত্যু। পুকুরের পাশ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মেয়ের বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ স্থানীয়দের। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, একবছর আগে দু’জনের বিয়ে হয়। বিয়ের সময় দু’জনেই নাবালক হওয়ায়, মাসদুয়েক আগে চাইল্ড লাইনের তরফে কিশোরীকে উদ্ধার করে হোমে পাঠানো হয় বলে পরিবারের দাবি। স্থানীয়দের অভিযোগ, দিনকয়েক আগে কিশোরীকে বাড়িতে ফিরিয়ে আনার পর গতকাল থেকে দু’জনেই নিখোঁজ ছিল। আজ সকালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিশোরীর পরিবারই দু’জনকে খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে মৃত তরুণের পরিবার ও স্থানীয়দের অভিযোগ। তবে লিখিত অভিযোগ দায়ের হয়নি।
আরও পড়ুন: Basirhat : বাড়ি ছাদ থেকে পড়ে শাবকের মৃত্যু, বসিরহাটে হনুমানের কামড়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০