Abhijit Ganguly: হঠাৎ অসুস্থ বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
Abhijit Ganguly: উডল্যান্ডস হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ঝিলম করঞ্জাই, কলকাতা : হঠাৎ অসুস্থ বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, বমি, পেটে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন সার্জেন এবং একজন মেডিসিন বিভাগের চিকিৎসকের পর্যবেক্ষণে ভর্তি রয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, পেটে প্রবল যন্ত্রণা হচ্ছিল তাঁর। অ্যাবডোমিনাল পেইন ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এর পাশাপাশি জানা গিয়েছে, বাড়িতে থাকাকালীন বেশ কয়েকবার বমিও করেন তিনি। আপাতত উডল্যান্ডস হাসপাতালের সিঙ্গেল আইসিইউ কেবিনে নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যে যে পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলিও ইতিমধ্যেই শুরু হয়েছে বলে হাসপাতালে তরফে জানা গিয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে বিজেপি সাংসদকে।






















