Abhishek Banerjee: 'ল্যাজে গোবরে করে বাংলা ছাড়ার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম' কাদের উদ্দেশে বললেন অভিষেক?
TMC: নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ। দলের শীর্ষ স্তরে ক্ষমতার টানাপোড়েন-জল্পনার আবহেই সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
কলকাতা: দলের শৃঙ্খলা ভাঙলে কী হবে? নাম না করে শৃঙ্খলাভঙ্গকারী MLA, MP, দলের মুখপাত্রদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিলেন দলের নিয়ম ভাঙলে তা মেনে নেওয়া হবে না।
নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ। দলের শীর্ষ স্তরে ক্ষমতার টানাপোড়েন-জল্পনার আবহেই সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই মঞ্চ থেকে নেতা-কর্মীদের সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "কর্মীরা তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। বিজেপির চক্রব্যূহ আগে যেমন ভেঙেছি, আগামীদিনেও করব। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবে বলে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালবাসেন, সে কোনওদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। কোনও কর্মী দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি MLA, MP, দলের মুখপাত্র, টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা, দেখাতে গিয়ে দলকে ছোট করছেন। যাঁরা এই কাজ করেছেন তাঁদের চিহ্নিত করা গিয়েছে। মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে চিহ্নিত করার কাজ আমি করেছিলাম। আগামী দিনেও কেউ যদি দলের সঙ্গে বেমাইনি করে চিহ্নিত করে ল্যাজে গোবরে করে বাংলা ছাড়ার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমার গলা কেটে দিলে, কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নয়।''
পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে নেতা-কর্মীদের প্রস্তুতির ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, "২৬-এর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের লক্ষ্য দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব। আমরা ২০১৪ পেয়েছিলাম ২০২১ পেয়েছিলাম, ২১৫-র বেশি আসন নিয়ে মমতা মুখ্যমন্ত্রী হন তা সুনিশ্চিত করতে হবে। কাজে নামতে হবে। কে কবে ফোন করে নির্দেশ দেব, তারপর কাজ করব, মানুষের কাছে যান। নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না, জনমুখী কর্মসূচি মানুষের কাছে নিয়ে যেতে হবে। দলের শৃঙ্খলা না মেনে কথা বলছেন, এটা করবেন না। কর্মী দলের শৃঙ্খলার বাইরে যায় না।''
আরও পড়ুন: Mamata Banerjee: আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভা, ২৬-এর আগে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
