Abhishek Banerjee: বাজেটে কেন বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র, অর্থমন্ত্রীর সামনেই সংসদে ব্যাখ্যা অভিষেকের
Abhishek Banerjee on Budget: কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'কেন্দ্রের এই বাজেট মরীচিকাসম'।

নয়া দিল্লি: তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের পর থেকেই তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করেছে তৃণমূল। এবার সেই সুরেই সংসদে কেন্দ্র সরকারকে বিঁধলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের বাজেটে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ করেছেন তিনি।
কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'কেন্দ্রের এই বাজেট মরীচিকাসম'।
অভিষেকের কথায়, 'ভোটের আগে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে প্রতিশ্রুতি ভুলেছে কেন্দ্র। কিষাণ ক্রেডিট কার্ড চালু করে কৃষকদের সহায়তার বদলে ঋণে ডুবোতে চাইছে সরকার। কেন্দ্রীয় সরকার ক্ষুধিত শিশুদের বদলে হেডলাইন নিয়ে বেশি ভাবে। এবারের বাজেট আসলে মরীচিকা।'
তৃণমূল সাংসদ বলেন, 'ভর্তুকি দিতে পারছে না সরকার, অথচ কর্পোরেট করে ছাড় দিচ্ছে। বিহার-বাংলায় বিজেপির একই সংখ্যক সাংসদ। বিহারে বোনানজা বাজেট, পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই বলে বাজেট বাংলাবিরোধী। বাংলায় ৮৮ লক্ষ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। গণস্বাস্থ্যে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ ভীষণ রকম অপ্রতুল। ২০২৫-এ ৫ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন কেন দেখাল বিজেপি সরকার বাজেটে সংখ্যালঘু বিষয়ক বরাদ্দ কেন ৫৭ শতাংশ কমান হয়েছে?'
বাজেটের দিনই অভিষেক বলেছিলেন, 'বাংলা যখন ১৮টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল, তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২টা সাংসদ রয়েছে, বাংলাকে কিছু দেওয়া হয়নি। এই যে ১২ জন সাংসদ রয়েছে, কেউ কোনও প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই।'
আরও পড়ুন, এবার আরও বিপাকে বাংলাদেশ? ইউনূসের দেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার
ওয়াকিবহাল মহলের মতে, তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্ত-নিম্নবিত্ত-কৃষক-শ্রমিক-তরুণ-বৃদ্ধ প্রত্যেককে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন নির্মলা সীতারমণ। ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে দিয়েছেন, দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদি-মুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়ে রেখেছেন, এমনটাই মত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y






















