Abhishek Banerjee : ২ জানুয়ারি দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর রাখুন' কোনদিকে ইঙ্গিত অভিষেকের?
Abhishek Banerjee যে পরিস্থিতি সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে, বাংলা একমাত্র বিকল্প হিসাবে সারা দেশের কাছে উঠে এসেছে : অভিষেক
আশাবুল হোসেন, কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে তৃণমূলের কর্মী সম্মেলন। নজরুল মঞ্চে আজ প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। উপস্থিত সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রীরা। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে এই সম্মেলন থেকে শুদ্ধকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ( Abhishek Banerjee ) ।
কোন দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী
এর পাশাপাশি, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায়, তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী। ১১-২৮ জানুয়ারি পর্যন্ত, গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ গড়ে তোলার জন্য তৃণমূলের জন প্রতিনিধিদের নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
।
'আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ'
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেন রবিবার । তিনি বলেন, '২ জানুয়ারি দিনটা খুবই গুরুত্বপূর্ণ।' অশুভশক্তি-বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতা, বৈষম্যের বিনাশ হোক। শুভ শক্তি, শান্তি, সংহতি, সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। সবাই যেন ভালো থাকে। ইশ্বরের কাছে প্রার্থনা। সকলের পরিবারে শান্তি থাকে। সত্যের জয়ধ্বনি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। '
বেঙ্গল মডেল প্রসঙ্গে অভিষেক
সেইসঙ্গে তিনি জানান, 'বিচ্ছিন্নতাবাদ, বৈষম্য, ধৃনা, বিভাজন, বিভেদ এবং সাম্প্রদায়িকতার রাজনীতিকে বিনাশ করে মায়ের আশীর্বাদে, ইশ্বরের কৃপায় যেন আমরা শুভ শক্তির উদয় করে, ভ্রাতৃত্বের সুবন্ধন , সাম্প্রদায়িক সম্প্রীতি, সংহতি আরও তরান্বিত রেখে, অক্ষুন্ন রেখে সমাজকে শক্তিশালী করতে পারি। যে পরিস্থিতি সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে, বাংলা একমাত্র বিকল্প হিসাবে সারা দেশের কাছে উঠে এসেছে এবং এই বেঙ্গল মডেলই যেন আগামী দিন দেশকে পথ দেখায়, যেটা মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেটা আজ কথায় পরিণত।'
রাজনৈতিক মহলের ধারণা, পঞ্চায়েত ভোটের আগে কোনও বড়সড় পদক্ষেপ নেবে তৃণমূল। বিভিন্ন জেলায় যেভাবে অন্তর্কলহের অভিযোগ সানে আসছে, তাতে ভোটের আগে দলের রাশ আরও শক্ত করবেন তৃণমূল নেত্রী। এছাড়া সূত্রের খবর, এলাকার তৃণমূল স্তরে গিয়ে মানুষের সঙ্গে সংযোগ বাড়েনোর কথা ভাবছে দলের হাইকম্যান্ড। সেক্ষেত্রে দলের উপরতলার কর্মীদের কোনও বিশেষ কাজের নির্দেশ মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব পেতে পারে মানুষের সঙ্গে যোগ মজবুদ করা।
View this post on Instagram