Abhishek Banerjee : 'কান ধরে ক্যামেরার সামনে এসে ক্ষমা চাওয়া উচিত', অভিষেকের নিশানায় কারা ?
West Bengal SIR : পশ্চিমবঙ্গে শেষ হয়েছে SIR-এর প্রথম পর্ব। খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে।

বিজেন্দ্র সিংহ ও ভাস্কর মুখোপাধ্য়ায় : SIR শুরুর আগেই থেকেই বিজেপি নেতাদের মুখে শোনা গেছিল ১ কোটি নাম বাদ যাওয়ার কথা। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের SIR-এর খসড়া তালিকা। যেখানে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এনিয়ে বুধবার বিজেপিকে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
পশ্চিমবঙ্গে শেষ হয়েছে SIR-এর প্রথম পর্ব। খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই SIR শুরুর আগেই থেকেই বিজেপি নেতাদের মুখে শোনা গেছিল ১ কোটি নাম বাদ যাওয়ার কথা। শুভেন্দু অধিকারী বলেছিলেন, "SIR-এ বাদ যাবে কত, ১ কোটি বাদ যাবে।" বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, "১ কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম।"
বুধবার তা নিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপির যে গল্প যে ১ কোটি- দেড় কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এটা তো একদম খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে, তাহলে নির্বাচন কমিশন প্রকাশ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে জবাব তো দেবেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যিনি সীমানা রক্ষা করছেন। যিনি বর্ডার পাহারা দিচ্ছেন। তাঁর অধীনে থাকা CRPF বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে।"
রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, "খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ১ লক্ষ লোক নিয়ে নির্বাচন সদন ঘেরাও করার কথা ছিল। উনি হঠাৎ করে বলতে শুরু করলেন কেন যে নির্বাচন কমিশন রোহিঙ্গা খুঁজে পায়নি। নির্বাচন কমিশন রোহিঙ্গা খুঁজে পেয়েছে কি পায়নি তা ১ কোটি ৬২ লক্ষ লোকের যখন শুনানি শুরু হবে, তখনই বোঝা যাবে। একমাত্র পশ্চিমবঙ্গ সেখানে ৫৭৩ কিলোমিটার জমিতে তৃণমূল প্রশাসন বেড়া দিতে দিচ্ছে না। এখানে কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ না করলে, কোনওভাবেই অনুপ্রবেশ ঠেকানো যাবে না।"
এদিকে, পশ্চিমবঙ্গে SIR পর্ব শুরু হওয়ার পরই রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে কোথাও কাজের চাপে BLO-দের অসুস্থ হওয়া, অসুস্থ হয়ে মৃত্যু... এমনকী কাজের চাপে আত্মহত্য়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। যে ক্ষোভ-বিক্ষোভের আঁচ পৌঁছে গেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত। এদিন তা নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, "আজকে যে এতগুলো লোক মারা গেল, এই যে BLO-রা আত্মঘাতী হয়েছে, এরা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না। BLO-দের তো রাজ্য সরকার, মমতা ব্য়ানার্জির সরকার অ্য়াপয়েন্ট করেনি। এর তো অ্য়াপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে নির্বাচন কমিশনকে দায়ী করেছে। নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে না। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি... চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছেন দেশের সামনে, তাঁদের কান ধরে ক্য়ামেরার সামনে আজকে এসে...অনুপ্রবেশের তথ্য আজ ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে... তাঁদের ক্ষমা চাওয়া উচিত।"
জগন্নাথ চট্টোপাধ্য়ায় অবশ্য বলছেন, "নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যে ১ কোটি ৬২ লক্ষ মানুষকে শুনানি পর্বে ডাকা হবে। কারা এরা ? অনুপ্রবেশকারীরা এরমধ্যেই ঢোকা আছে। যে ৩০ লক্ষ আন-ম্যাপড, এরা কারা ? যাদের ২০০২-এর তালিকায় নাম নেই, হঠাৎ মাঝখানে নাম উঠেছে, তাঁদের কোনও বংশ-পরিচয় নেই। তাই অনুপ্রবেশকারীরা আছে। বাছাই চলছে। আসতে দিন চূড়ান্ত তালিকা। দেখুন, এই অনুপ্রবেশকারীরা শুনানি পর্বে ব্লক অফিসে কাগজ দেখাতে আসবেই না।" সবমিলিয়ে, SIR নিয়ে চরমে রাজনৈতিক বাগযুদ্ধ।






















