Abhishek Banerjee: 'ভাগ মমতা ভাগ বলেছিলেন শাহ, আজ সর্বত্র প্রত্যাখ্যাত বিজেপি', বললেন অভিষেক
TMC 21 July Rally: ২১ জুলাইয়ের মঞ্চে আবারও আক্রমণাত্মক ভূমিকাতেই ধরা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বেশ কিছুদিন সংগঠন থেকে সরেছিলেন তিনি। কিন্তু ২১ জুলাইয়ের মঞ্চে আবারও আক্রমণাত্মক ভূমিকাতেই ধরা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের বিপুল জয় নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন তিনি। একসময় ধর্মতলায় দাঁড়িয়ে যাঁরা 'ভাগ তৃণমূল ভাগ, ভাগ মমতা ভাগ' রব তুলেছিলেন, বাংলার মানুষ আজ তাঁদেরই ভাগিয়ে দিয়েছেন বলে মন্তব্য করলেন তিনি। (Abhishek Banerjee)
রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ২১ জুলাইয়ের সভায় পৌঁছে যান অভিষেক। সেখানে বক্তৃতা করতে উঠে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, "বিজেপি এই ধর্মতলায় ২০১৫ সালে সিদ্ধার্থনাথ সিংহ, অমিত শাহ বলেছিলেন, 'ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ'। আজ বিজেপি নামক দলটিকে বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে মানুষ প্রত্যাখ্যান করে, ভাগিয়ে, ঝেঁটিয়ে বিদায় করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উচিত শিক্ষা দিয়েছেন।" (TMC 21 July Rally)
অভিষেক যে ঘটনার কথা উল্লেখ করেছেন এদিন, তা সেই সময়ও রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। রাজ্য বিজেপি-র তৎকালীন পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ ধর্মতলার মোড়ে সভায় করেছিলেন। সেখান থেকে 'ভাগ মুকুল ভাগ', 'পালা মুকুল পালা' রব তুলেছিলেন তিনি। এর পর ধর্মতলায় অমিত শাহের মুখেও একই রব শোনা যায়। মদন মিত্রের নামেও 'ভাগ মদন ভাগ' রব তোলেন তিনি। ঘটনাচক্রে সেই মুকুল পরে বিজেপি-তে যোগ দেন। মদন এখনও তৃণমূলে, রাজ্যের বিধায়কও। বরং বাংলায় নির্বাচনী লড়াইয়ে বিজেপি লাগাতার পরাজয়ের সম্মুখীন হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২০০ পারের ডাক দিলেও, ৭৭-এ গুটিয়ে যেতে হয় বিজেপি-কে। পরে আবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন অনেকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বাংলা ভরাডুবি হয়েছে বিজেপি-র। মাত্র ১২টি আসনে গুটিয়ে যেতে হয়েছে তাদের। বিধানসভা উপনির্বাচনে চারটি আসনেই হার জুটেছে। আগের বার জেতা তিনটি আসন তাদের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এদিন সেই কথা বিজেপি-কে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। অভিষেক জানিয়েছেন, তাঁরা জনগণের শক্তিতে বিশ্বাস করেন, স্বৈরাচারী শাসকের শক্তিতে নয়। আর জনগণের গর্জন কী, তা ৪ জুন বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন বিজেপি-কে।
তবে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেও, দলের নেতা-কর্মী-সমর্থকদের আরও বিনয়ী হতে আবেদন জানান অভিষেক। অভিষেক জানিয়েছেন, মানুষ বিপুল ভোটে জয়ী করে তাঁদের আশীর্বাদ করেছেন। মানুষের সেই সমর্থনকে মনের মণিকোঠায় রেখে আরও নম্র এবং বিনম্রী হতে হবে সকলকে। তৃণমূলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে মন্তব্য করেন অভিষেক।