এক্সপ্লোর
Titanic Final Moments: তলিয়ে যাওয়ার আগে পর্যন্তও জ্বলছিল আলো, অভিশপ্ত ‘টাইটানিকে’ শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল, গবেষণায় উঠে এল নয়া তথ্য
Titanic Sinking 113rd Anniversary: তলিয়ে যাওয়ার আগে ঠিক ঘটেছিল? গবেষণায় উঠে এল নয়া তথ্য। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

নয় নয় করে ১১৩ বছর পার। ১৯১২ সালের ১৩-১৪ এপ্রিল আটলান্টিক মহাসাগরে তলিয়ে গিয়েছিল বিখ্যাত ‘টাইটানিক’ জাহাজ। উপমহাদেশে ‘টাইটানিকে’র সঙ্গে সকলের পরিচিতি হলিউড ছবির মাধ্যমে হলেও, এত বছর পরও ‘টাইটানিক’ নিয়ে আবেগে ঘাটতি নেই।
2/10

শুধু ভারতীয় উপমহাদেশই নয়, পৃথিবীর সর্বত্রই ‘টাইটানিক’ আজও চর্চিত বিষয়। এবার সেই ‘টাইটানিক’ নিয়েই নয়া তথ্য সামনে এল। শেষ মুহূর্তে ঠিক ঘটেছিল অভিশপ্ত জাহাজে, প্রযুক্তির সাহায্যে খোলসা হল এতদিনে।
3/10

আটলান্টিকে ‘টাইটানিক’ তলিয়ে যাওয়ার ১১৩তম বর্ষে National Geographic নতুন একটি তথ্যচিত্র আনতে চলেছে। অত্যাধুনিক আন্ডারওয়াটার স্ক্যানিং টেকনোলজির সাহায্যে, ধ্বংসাবশেষের ডিজিটাল পুনর্নির্মাণ ঘটানো হয়েছে।
4/10

চিত্রনির্মাতা অ্যান্টনি গেফেন এই তথ্যচিত্রটি তৈরি করেছেন। ২০২২ সালে কাজ শুরু করেন তিনি। সাহায্য নেন Deep Sea Mapping সংস্থা Magellan-এর। আর তাতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে
5/10

গবেষণা করতে গিয়ে জাহাজের ধ্বংসাবশেষে Steam Valve-টির মুখ খোলা থাকতে দেখা গিয়েছে। গবেষকদের মতে, যতক্ষণ পর্যন্ত সম্ভব জাহাজের আলো জ্বালিয়ে রাখতেই ভালভ খুলে রাখা হতে পারে।
6/10

কিন্তু সেক্ষেত্রে তো নজরদারি চালাতে হয়! আর তাতেই মর্মান্তিক তথ্য তুলে ধরেছেন গবেষকরা। তাঁদের মতে, হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগার পরও জাহাজে আলো জ্বলছিল। বিপদ সঙ্কেত পাঠানো হচ্ছেল। শেষ মুহূর্ত পর্যন্ত যাতে তা সম্ভব হয়।
7/10

কিন্তু এর জন্য বয়লার রুমে একাধিক জনের উপস্থিতি কাম্য। অর্থাৎ জাহাজের বাকি যাত্রীদের বাঁচাতে স্বেচ্ছায় নিজেদের জীবন বিসর্জন দেন কিছু কর্মী। জাহাজের সঙ্গে তাঁরাও তলিয়ে যান আটলান্টিক মহাসাগরে।
8/10

‘টাইটানিক’ মাঝ বরাবর দু’টুকরো হয়ে যায় বলে হলিউড ছবিতে দেখা নো হয়েছিল। কিন্তু নয়া গবেষণায় অন্য তথ্য় উঠে এসেছে। বলা হয়েছে, একেবারে মাঝ বরাবর দু’টুকরো হয়ে যায়নি জাহাজটি। বরং প্রচণ্ড জোরে একভাগ অন্যভাগের থেকে আলাদা হয়ে যায়। ঠিক ফার্স্ট ক্লাস শ্রেণির কেবিনে বরাবর আলাদা হয়ে যায় জাহাজটি।
9/10

‘টাইটানিক’ জাহাজে ফার্স্ট অফিসার হিসেবে মোতায়েন ছিলেন উইলিয়াম মার্ডক। লাইফ বোটে যাত্রীদের উঠতে সাহায্য় করতে গিয়ে তিনি ঘুষ নিয়েছিলেন, এক-দু’জনকে গুলি করার পর মাথায় বন্দুক ঠেকিয়ে তিনি আত্মঘাতী হন বলেই এতদিন অভিযোগ ছিল। এমনকি হলিউড ছবিতেও তেমন একটি দৃশ্য ছিল।
10/10

কিন্তু এখন জানা যাচ্ছে, মার্ডক হয়ত আত্মঘাতী হননি। তিনি এবং তাঁর সহযোগীরা জলের তোড়ে ভেসে গিয়েছিলেন হয়ত। লাইফবোটের কাছে পৌঁছতেই হয়ত পারেননি তাঁরা। ‘টাইটানিক’ জাহাজে ২০টি লাইফবোট ছিল, যা ১২০০ লোক ধরার মতো। জাহাজে সওয়ার ২২৪০ যাত্রী এবং জাহাজের কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য যা যথেষ্ট ছিল না।
Published at : 13 Apr 2025 06:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























