DC vs MI Live: স্পিন ভেল্কিতে তাসের ঘরের মতো ভাঙল ক্যাপিটালসের মিডল অর্ডার, ১২ রানে জয় মুম্বই ইন্ডিয়ান্সের
Delhi Capitals vs Mumbai Indians: দুই দলের মুখোমুখি লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ১৯টি এবং দিল্লি ক্যাপিটালস ১৬টি ম্যাচ জিতেছে।

Background
নয়াদিল্লি: হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) গত মরশুমে পয়েন্ট টেবিলের সবার তলানিতে ছিল। এবারও এখনও পর্যন্ত পাঁচটি ম্য়াচ খেলে একটি মাত্র ম্য়াচ জিতে নিতে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে এই মুহূর্তে মুম্বই শিবির। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অন্যদিকে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছে। এখনও পর্যন্ত চারটি ম্য়াচ খেলে কোনও ম্য়াচে হারেনি অক্ষর পটেলের দল। অধিনায়ক হিসেবে দুর্দান্ত দল পরিচালনা করছেন এই মুহূর্তে অক্ষর।
প্রথম কয়েকটি ম্য়াচে কে এল রাহুল ছিলেন না দিল্লি ক্যাপিটালস শিবিরে। কিন্তু তিনি ফেরার পরই দিল্লি শিবিরের ভোল পাল্টে গিয়েছে। গত ম্য়াচে আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে অ্য়াওয়ে ম্য়াচে খেলতে নেমেছিল দিল্লি শিবির। সেখানে রাহুলের ব্যাট থেকে এসেছে দুরন্ত ইনিংস। তবে ম্য়াচের আগের দিন রাহুলকে ও ফাফ ডু প্লেসিকে অনুশীলনে দেখা যায়নি। সূত্রের খবর, তাঁরা শুধু বিশ্রামে ছিলেন।
দিল্লির অধিনায়ক অক্ষর পটেলের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাটিং গড় একেবারেই ঈর্ষণীয় নয়। এই পরিস্থিতিতে রোহিতের অফফর্মও কিছুটা চাপে রাখতে মুম্বই শিবিরকে। স্পিন আক্রমণেই হয়ত হিটম্য়ানকে আউট করার ছক কষতে পারে দিল্লি শিবির।
DC vs MI Live Updates: তাসের ঘরের মতো ভাঙল মিডল অর্ডার
আট বলে পড়ল চার উইকেট। দিল্লি ক্যাপিটালসের মুখের গোড়া থেকে ১২ রানে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
DC vs MI Live Score: আরও এক উইকেট
এবার এক রানে সাজঘরে ফিরলেন ট্রিস্টান স্টাবস। চারে ওভারে পড়ল চার উইকেট।




















