AdenoVirus Death : অ্যাডিনো-আতঙ্কের মাঝে ফের শিশু মৃত্যু, ২ মাসে রাজ্যে ৪৭ জন শিশুর মৃত্যু
West Bengal Adenovirus Death : বারাসাতের বাসিন্দা আড়াই মাসের শিশুকন্যার মৃত্যু। জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
কলকাতা : অ্যাডিনো-আতঙ্কের (AdenoVirus Scare) মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে (BC Roy Hospital) আরও এক শিশুর মৃত্য়ু হল। বারাসাতের বাসিন্দা আড়াই মাসের শিশুকন্যার মৃত্যু। জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Baharampore Medical College Hospital) ভর্তি ছিল। শনিবার বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয় অসুস্থ শিশুকে। তারপর তাকে ভেন্টিলেশনে (Ventilation Support) রাখা হয়েছিল। গতকাল রাত ১টা নাগাদ তার মৃত্যু হয়। এই নিয়ে ২ মাসে রাজ্যে ৪৭ জন শিশুর মৃত্যু হল। প্রসঙ্গত, এর আগে গত ২৪ ঘণ্টায় কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে ৪ শিশুর মৃত্যু হয়েছিল। পাশাপাশি কমছে না জেলা থেকে রেফার। ফিভার ক্লিনিকের (Fever Clinic) সামনে লম্বা লাইন।
আতঙ্কের নাম অ্যাডিনো
হাসপাতালে মৃত শিশুর পরিজনের হাহাকার। সন্তান হারানোর যন্ত্রণার মর্মান্তিক ছবি রাজ্যজুড়ে। আর এসবের পিছনে একটাই নাম অ্য়াডিনোভাইরাস (AdenoVirus)। যত দিন যাচ্ছে, ততই ভয়াবহ চেহারা নিচ্ছে এই ভাইরাস। এর আগে শুধু বুধবারই জ্বর, শ্বাসকষ্টের উপসর্গ ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত আরও ৫ শিশুর মৃত্য়ু হয়েছিল।
কলকাতা মেডিক্য়াল কলেজে মৃত্য়ু হয়েছিল অ্য়াডিনো আক্রান্ত ২ শিশুর। বি সি রায় শিশু হাসপাতালে মৃত্য়ু হয়েছিল জ্বর-শ্বাসকষ্টের উপসর্গ থাকা ৪ শিশুর। যারপর মৃত্যু হল আরও এক শিশুর। এই নিয়ে গত ২ মাসে মৃত শিশুর সংখ্য়া বে়ড়ে দাঁড়াল ৪৭।
রাজ্য সরকারের বিবৃতি
এদিকে গতকালই রাজ্যে শিশুমৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। 'রাজ্যে অ্যাডিনো ভাইরাসে সরকারি হাসপাতালে ১ মাসে মৃত্যু হয়েছে ১২ জনের, মৃত ১২ শিশুর মধ্যে ৮ জনের ছিল কোমর্বিডিটি। শ্বাসকষ্টজনিত অসুখে গত ১ মাসে আক্রান্ত ৫ হাজার ২১৩ জন শিশু। ১২১টি হাসপাতালে প্রস্তুত রয়েছে ৫ হাজার বেড। অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রয়েছেন ৬০০ শিশুরোগ বিশেষজ্ঞ। তৈরি রাখা হয়েছে ২৫০০ এসএনসিইউ, ৬৫৪টি পেডিয়াট্রিক আইসিইউ, ১২০টি পিকু। ভাইরাল সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সংক্রমণ ক্রমশ কমছে রাজ্যে, আতঙ্কিত হওয়ার কারণ নেই'। এদিকে, উত্তরবঙ্গ, জঙ্গলমহল কিম্বা রাঢ়বঙ্গের চিকিৎসার পরিকাঠামো খুবই দুর্বল। এই কারণেই রেফার হচ্ছে। আরও একবার রাজ্য সরকারের অপদার্থতা প্রমাণিত হল। রাজ্য়ে ভয়ঙ্কর অ্য়াডিনো পরিস্থিতির মধ্যেই শাসকদলকে নিশানা বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কো মর্বিডিটিতে বাড়ছে শিশুমৃত্যু, দাবি স্বাস্থ্যসচিবের।