(Source: ECI/ABP News/ABP Majha)
Adivasi Bandh: আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বাংলা বন্ধ, কোন কোন জেলায় প্রভাব?
West Bengal Bandh: হিলি মোড়ে সরকারি বাস আটকান বনধ সমর্থকরা। যাত্রীদের নামিয়ে ফিরে যায় বাস। পুরুলিয়া হুড়াতেও ১২ ঘণ্টার বনধ পালন আদিবাসী সেঙ্গেল অভিযানের।
মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: একাধিক দাবিতে ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক। আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বাংলা বন্ধ এর প্রভাব পড়ল মালদায়। অন্যদিকে, দণ্ডিকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরেও বন্ধ পালন হচ্ছে। এখনও পর্যন্ত বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস ছাড়েনি।
অন্যদিকে, হিলি মোড়ে সরকারি বাস আটকান বনধ সমর্থকরা। যাত্রীদের নামিয়ে ফিরে যায় বাস। পুরুলিয়া হুড়াতেও ১২ ঘণ্টার বনধ পালন আদিবাসী সেঙ্গেল অভিযানের। কুড়মিদের স্বীকৃতির বিরোধিতা ও ১০০ পরিবারকে বয়কটের অভিযোগে বনধ।
এদিকে, চার দফা দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বাংলা বন্ধ এর প্রভাব পড়ল মালদায়। মালদার গাজল এবং হবিবপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সমাজের। গাজলের বিশ মাইল এলাকায় মালদা বালুরঘাট জাতীয় সড়ক অবরোধ। এরই পাশাপাশি মালদার হবিবপুর বাস স্ট্যান্ড এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসীরা। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে পুলিশ।
এসটি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একগুচ্ছ দাবি ছাড়াও এবার প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে হুমকি, দুর্ব্যবহার, মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকারীদের কণ্ঠরোধের চেষ্টা-সহ একাধিক অভিযোগে এর আগে জঙ্গল মহলে কুড়মিদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির ডাকে ১২ ঘণ্টার বন্ধ ব্যাপক প্রভাব পড়েছিল।
বাঁকুড়ার সিমলাপালে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন কুড়মিরা। মোটরবাইক বা সাইকেল নিয়ে হাঁটতে হয় সাধারণ মানুষকে। কোথাও গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। দোকানে তালা লাগিয়ে দেন বন্ধ সমর্থনকারী কুড়মিরা। এলাকায় বাইক মিছিলও করেন তাঁরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় মোতায়েন ছিল পুলিশ ও র্যাফ। ঝাড়গ্রাম জেলায় সকাল ৬টা থেকে শুরু হয়েছিল এই বন্ধ। রাস্তায় নামেনি কোনও বেসরকারি বাস। হাতে গোনা কয়েকটি সরকারি বাস চললেও, পরে তা বন্ধ হয়ে যায়। বাস বন্ধ থাকায় ফলে অসুবিধায় পড়েছেন ট্রেনের যাত্রীরা। দোকানপাটও বন্ধ। তবে জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ঝাড়গ্রামের নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুরে বন্ধের প্রভাব পড়েনি সেই সময়।
আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?