PSC: ক্লার্কশিপ-সহ একাধিক দফতরে স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন কলকাতায়
Agitation Around PSC Department : চাকরির দাবিতে, এবার মুদিয়ালির PSC ভবনের সামনে অবস্থান-আন্দোলন করলেন চাকরিপ্রার্থীরা।
সত্য়জিৎ বৈদ্য় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: একাধিক দফতরে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে এবার আন্দোলন। মুদিয়ালিতে PSC দফতরের বাইরে বিক্ষোভ দেখাল দুর্নীতি মুক্ত মঞ্চ (Agitation)। আন্দোলনকারীদের দাবি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস-সহ অন্য়ান্য় যে পরীক্ষা হয়েছে, দ্রুত তার ফলপ্রকাশ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।
চাকরির দাবিতে, এবার মুদিয়ালির PSC ভবনের সামনে অবস্থান-আন্দোলন করলেন চাকরিপ্রার্থীরা। স্কুলে যোগ্য়দের নিয়োগের দাবিতে কয়েকবছর ধরে রাস্তায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। কেন্দ্রের সমহারে ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মীদের একাংশ। এবার PSC ভবনের সামনেও আছড়ে পড়ল আন্দোলনের ঢেউ। একাধিক দফতরে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে মুদিয়ালিতে PSC দফতরের বাইরে বিক্ষোভ দেখাল দুর্নীতি মুক্ত মঞ্চ।
এছাড়াও আন্দোলনকারীদের দাবি, ক্লার্কশিপ সহ অন্য়ান্য় যে পরীক্ষা হয়েছে, দ্রুত তার ফলপ্রকাশ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। নিয়োগ ছাড়াও PSC-র চেয়ারম্য়ানের নিয়োগের দাবি। কোনও অপ্রীতিকর সিচুয়েশন যাতে না হয়, তাই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।আন্দোলনকারীদের হুঁশিয়ারি, প্রশাসন তাঁদের দাবিতে কান না দিলে, আগামীদিনে আইনের দ্বারস্থ হবেন তাঁরা।
সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। নিয়োগ চেয়ে চাকরিপ্রার্থীরা গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছিলেন, 'গ্রেফতার করা হয়েছে, গুলি তো করা হয়নি।' প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ দেখতে পাওয়া গিয়েছিল(Upper Primary Job Protest near CM House)। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। এরপরেই আন্দোলনকারী চাকরীপ্রার্থীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলছিল পুলিশ।
সল্টলেকে নিয়োগের দাবি ধর্নায় বসেছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মঞ্চে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আইনজীবী কৌস্তভ বাগচি। নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে বিজেপি বিধায়ক। পদক্ষেপ করুক কেন্দ্র, আক্রমণ হিরণ চট্টোপাধ্যায়ের। চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পরিবেশ অস্বাস্থ্যকর। অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। ব্যবস্থা করতে বায়ো টয়লেটের। এই দাবি তুলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন কৌস্তভ বাগচী।
আরও পড়ুন, বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায়, বিহারে মাস্টারস্ট্রোক নীতীশের
মূলত গত ৬ নভেম্বর থেকে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হয়। ২০১৪-য় এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা হয় ২০১৫ সালে। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল ২০১৬-য়। নানা জটিলতায় থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। অবশেষে হাইকোর্টের নির্দেশে কাউন্সেলিং শুরু হয়।