AIIMS: এইমসে বেআইনি নিয়োগ ! আজই বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি
AIIMS Recruitment Corruption: এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ। কাঠাগড়ায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে।
বাঁকুড়াঃ কল্য়াণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ। কাঠাগড়ায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। আজই বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করার কথা সিআইডি-র। এই মামলায় আগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি-র অফিসারেরা। এবং তাতে রীতিমত হুমকিও দিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।
আরও পড়ুন, মোবাইল-টর্চের আলোয় চিকিৎসা ! চ্যাংড়াবান্ধার স্বাস্থ্য কেন্দ্রে ফুঁসছে রোগীর পরিবার
নিয়োগ মামলায় অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের শীর্ষ নের্তৃত্ব, এবার সিআইডি-র তলবের মুখে বিজেপি
প্রসঙ্গত, একদিকে যখন শিক্ষক নিয়ে নিয়ে তোলপাড় রাজ্য। একের পর এক শিক্ষক নিয়োগ মামলায় অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের শীর্ষ নের্তৃত্ব। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী প্রত্যেকেই সিবিআই-র তলবে জেরবার। বহুদিন আগেই রাজ্যের একাধিক মামলায় তৃণমূল নেতাদের নাম জড়ানোয় সিবিআই-ইডি-র তলব নিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। তবে এবার কি তবে তারই প্রতিফলন ফিরল, গেরুয়াশিবিরে, প্রশ্ন উঠেছে কাজনৈতিক মহলে।
বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে কল্যাণী এইমসে-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠছে। অভিযোগ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন। আর বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন। এই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি।শুক্রবার চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূকে ভবানীভবনে তলব করে সিআইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, সিআইডি-র কাছে মেল করেন তিনি। বিশেষ কারণে আসতে পারেননি বলে জানিয়ে ১০ দিন সময় চেয়েছেন। এদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে। তবে কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।