Siliguri: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি AINBOF-এর
Nationalised Bank News: চলতি বছর সংসদে বাজেট পেশের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রতিবাদে দেশজুড়ে লাগাতার আন্দোলন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির।
বাচ্চু দাস, শিলিগুড়ি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে কেন্দ্র সরে না এলে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে ডাকা হবে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। এমনটাই হুঁশিয়ারি দিল অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্কস অফিসারস ফেডারেশন (All India Nationalised Banks Officers' Federation)। আগামী ২৯ ও ৩০ তারিখ সংসদের সামনে ধরনার ডাক দেন তাঁরা।
চলতি বছর সংসদে বাজেট পেশের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রতিবাদে দেশজুড়ে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিভিন্ন সংগঠন। এই সিদ্ধান্ত থেকে কেন্দ্র সরে না এলে এবার অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিল All India Nationalised Banks Officers' Federation বা AINBOF। রবিবার শিলিগুড়ির সেবক রোডে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক অনুষ্ঠানে সংগঠনের নেতাদের মুখে শোনা যায় এমনই হুঁশিয়ারি।
আরও পড়ুন: Tripura TMC Attack: ত্রিপুরায় দফায় দফায় আক্রান্ত তৃণমূল, দুষ্কৃতী 'হামলা'য় রক্তাক্ত সাংবাদিক
আরও পড়ুন: Viral Video: কুকুরছানা বস্তাবন্দি করে ভাগাড়ে ফেলার অভিযোগ মহিলার বিরুদ্ধে, ভাইরাল ভিডিও ঘিরে তরজা
AINBOF-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় দাস এক সভায় বলেন, 'কেন্দ্র সিদ্ধান্ত না বদলালে আমরা দেশজুড়ে ভারত যাত্রা শুরু করব। প্রত্যেক সংগঠনের মানু। থাকবেন সেখানে। ব্যাঙ্ক বেসরকারীকরণ হয়ে গেলে শুধু ব্যাঙ্ক কর্মীরাই নন, সমস্ত খেটে খাওয়া মানুষ, ছোট ছোট ব্যবসায়ী, সমস্ত শিক্ষিত ছেলেমেয়ে সহ প্রত্যেকটা মানুষ চরম সঙ্কটে পড়বেন। এটা কেবল আমাদের ব্যাঙ্ক বাঁচানোর লড়াই নয়, এটা গোটা দেশের অর্থনীতির সার্বভৌমত্ব রক্ষার লড়াই।'
AINBOF সূত্রে খবর, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৪ তারিখ দেশের বিভিন্ন শহর থেকে দিল্লির উদ্দেশে শুরু হবে ভারত যাত্রা। আগামী ২৯ ও ৩০ তারিখ সংসদের সামনে হবে ধরনা।