Alipurduar: কালচিনিতে ভয়াবহ দুর্ঘটনা, দুই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে লাগল আগুন
Alipurduar News: রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। দুই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হলে দুটো গাড়ির ইঞ্জিনেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত হন আলিপুরদুয়ার ও কালচিনি থানার পুলিশ।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনিতে ভয়াবহ দুর্ঘটনা (massive accident)। সেখানে বক্সার জঙ্গলের মধ্যে দুটি ট্রেলারের (Trailer) মুখোমুখি সংঘর্ষের (Head-on Collision) ঘটনা ঘটেছে। দুর্ঘটনা থেকে ধরে যায় আগুন (Fire)।
কালচিনিতে ভয়াবহ দুর্ঘটনা
কালচিনিতে বক্সার জঙ্গলের মধ্যে দুটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই ট্রেলারেই দাউদাউ করে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল আসে ঘটনাস্থলে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল, অর্থাৎ বুধবার রাত ৮টা নাগাদ পোড়ো বনবস্তি এলাকায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল ৩১ নম্বর জাতীয় সড়ক। রাত পৌনে ২টো নাগাদ একদিকের লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পুলিশ সূত্রে খবর, প্রথমে ভুটান থেকে বাংলাদেশগামী পাথরবোঝাই ট্রেলারের চাকা ফেটে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে চলে আসে। সেখানে গুয়াহাটিগামী আলুবোঝাই ট্রেলারে ধাক্কা লাগে। একটি ট্রেলারের চালক আহত হয়েছেন।
View this post on Instagram
রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। দুই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হলে দুটো গাড়ির ইঞ্জিনেই আগুন ধরে যায়। বাংলাদেশগামী পাথরবোঝাই গাড়ির চালক কিছুটা সুস্থ অবস্থায় নিজেকে রক্ষা করতে পারলেও পায়ে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন গুয়াহাটিগামী আলুবোঝাই গাড়ির চালক। আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত হন আলিপুরদুয়ার ও কালচিনি থানার পুলিশ। দুটি ক্রেনের সাহায্যে জাতীয় সড়ক থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে।