Kumargram News: নদীতে স্নান করতে যাওয়ার সময় জঙ্গলে তুলে নিয়ে যাওয়া হল নাবালিকাকে, তারপর যা ঘটল....
Kumargram News: পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে গ্রামের অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজা চট্টোপাধ্যায়, কুমারগ্রাম : ফালাকাটাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ফের নাবালিকাকে 'ধর্ষণ'। কুমারগ্রামে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। নদীতে স্নান করতে যাওয়ার সময় জঙ্গলে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে গ্রামের অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটায় ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসে। অভিযোগ, মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের ওই শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে ওঠে ফালাকাটায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মেয়েটির মা-বাবা বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। বাচ্চাটি তখন বাড়ির বাইরে খেলছিল। পরে সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু হয়। এরপর পুকুর পাড় থেকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দু'জন শিশুকন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার পরই গণধোলাইয়ে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফলাকাটা থানার পুলিশ। কিন্তু তাতেও প্রশমিত হয়নি উত্তেজনা। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসী। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা।
অভিযুক্তকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গণপিটুনিরও তদন্ত করা হচ্ছে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পরপর এই ধরনের ঘটনা ঘটছে । তাই তাঁদের 'দফা এক , দাবি এক , মুখ্যমন্ত্রীর পদত্যাগ ' । পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে