Alipurduar Municipality: শপথের পরেও অব্যাহত তরজা, আলিপুরদুয়ারে পুরপ্রধান পদ-বিতর্ক
নতুন বোর্ড গঠিত হওয়ার পরেও, বিতর্ক চলছে আলিপুরদুয়ার পুরসভায় (Alipurduar Municipality)। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দলের জেলা সভাপতি (District President)। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar Municipality) নতুন পুরপ্রধান শপথ নেওয়ার পরেও বিতর্ক অব্যাহত। দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) দীপ্ত চট্টোপাধ্যায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দলের জেলা সভাপতি (District President)। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
বোর্ড গঠনের পরেও বিতর্ক আলিপুরদুয়ার পুরসভায়: নতুন বোর্ড গঠিত হওয়ার পরেও, বিতর্ক চলছে আলিপুরদুয়ার পুরসভায় (Alipurduar Municipality)। মঙ্গলবার পুরপ্রধান পদে শপথ নিয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor), প্রাক্তন প্রশাসক প্রসেনজিৎ কর। তাঁকে পুরপ্রধান করায় দলের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) দীপ্ত চট্টোপাধ্যায়। ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই নেতা, এনিয়ে মোট ৫ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের কাউন্সিলর দাবি করেন, তাঁকে এবার পুরপ্রধান করার প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয় নেতৃত্ব।
দলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কাউন্সিলরের: আলিপুরদুয়ার পুরসভার (Alipurduar Municipality) ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “আমি যখন তৃণমূলে আসি তখন আমাকেই ভবিষ্যতে চেয়ারম্যান করার প্রতিশ্রুতি দিয়েছিল, এবার চেয়ারম্যান নির্বাচনে কোনও কিছুই মানা হয়নি।" আলিপুরদুয়ারে পুরপ্রধানে পদ ঘিরে বিতর্ক। দলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কাউন্সিলরের। গুরুত্বে নারাজ তৃণমূলের জেলা সভাপতি। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, “দলের সিদ্ধান্ত অনুসারেই সর্বসম্মতিতে সব হয়েছে, দীপ্তদা টাউন ব্লক সভাপতি, তিনি কিছুই এমন অভিযোগ আমাকে করেনি, ফলে দলে কোনও সমস্যা নেই।’’
বিজেপির কটাক্ষ: আর এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। আলিপুরদুয়ার টাউন মণ্ডলের বিজেপির আহ্বায়াক প্রদীপ রায় বলেন, “এবারের পুরভোটে আলিপুরদুয়ারে তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও, পুরপ্রধানের পদ নিয়ে দলেরই এক কাউন্সিলরের অসন্তোষ নতুন মাত্রা জুড়েছে।’’
আরও পড়ুন: Malda : "এত রাতে কেন জমায়েত ?" জানতে চাওয়ায় মেরে মাথা ফাটানো হল সিভিক ভলান্টিয়ারের