Alipurduar News: জনসংযোগের নয়া উদ্যোগ, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে উদ্যোগী পুলিশ সুপার
District News: সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। কখনও আবার দৌড়তে দৌড়তে তিনি শহর ছাড়িয়ে চলে যান গ্রামের মাঠে। কারণ তিনি বিশ্বাস করেন সুস্থ-সতেজ শরীরই সুস্থ মানসিকতার আসল রহস্য।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শরীর চর্চার মাধ্যমেই যুব-সমাজের সঙ্গে জনসংযোগের নতুন অধ্যায় পুলিশ সুপারের। সুস্থ-সতেজ শরীরই সুস্থ মানসিকতার আসল রহস্য। তাই, যুব-সমাজের সঙ্গে দৌড়াবার আমন্ত্রণ চেয়ে সোশাল মিডিয়ায় বার্তা আলিপুরদুয়ারের (Alipurduar News) আইপিএস জেলা পুলিশ সুপারের। যা নিয়ে সোশাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড়।
জনসংযোগের নতুন অধ্যায় পুলিশ সুপারের: আপোসহীন কঠোর মনোভাবের মানুষ হিসেবেই পরিচিত তিনি। নিজের দৌড়ানোর ছবিসহ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশি। তাঁর বার্তা, “আপনি যদি আমার মতো প্রতিদিন শরীর চর্চায় নিয়োজিত থাকেন তাহলে আমায় বার্তা পাঠান। আমি আমার টিম নিয়ে পৌঁছে যাবে আপনার মাঠে। কারণ সুস্থ-সতেজ শরীরই সুস্থ মানসিকতার আসল রহস্য।’’
সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। কখনও আবার দৌড়তে দৌড়তে তিনি শহর ছাড়িয়ে চলে যান গ্রামের মাঠে। কারণ তিনি বিশ্বাস করেন সুস্থ-সতেজ শরীরই সুস্থ মানসিকতার আসল রহস্য। অথচ অনেকেই জড়িয়ে পড়ছে বিভিন্ন নেশায়। জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলোর আয়োজনও হয়ে থাকে। যেমন, ম্যারাথন, ডুয়ার্স-কাপ (পুরুষ-মহিলা) ফুটবল প্রতিযোগিতা, রাইনো-কাপ নামে ভলিবল প্রতিযোগিতা। পাশাপাশি চলে সচেতনতার প্রচার। কিন্তু সেটাও যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। তাই যুব সমাজের অন্দরে বন্ধু হিসেবে নিজেকে ঠাঁই দিয়ে নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষেই তাঁর এই উদ্যোগ। সোশাল মিডিয়ায় তাঁর এই বার্তায় আমন্ত্রণের বন্যা বইছে বলে জানান এসপি রঘুবংশি। যদিও সব জায়গা যাওয়া সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ তাঁর।
এউই উদ্যোগে শহরের সমাজসেবী সংগঠনের সম্পাদক রাতুল বিশ্বাস বলেন, “এসপি হিসেবে যোগদানের পর থেকেই লক্ষ করেছি যে উনি শুধু পুলিশ সুপারই নন। একজন সমাজ সংষ্কারকও বটে। মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন। ফলে ওঁর মতো আধিকারিকের এই অভূতপূর্ব উদ্যোগ।’’ আলিপুরদুয়ারের অ্যাথলিট কোচ পরাগ ভৌমিক জেলা পুলিশ সুপারের এই উদ্যোগে আপ্লুত। তিনি জানান, গত সোমবার তাঁদের ডাকে সাড়া দিয়ে আলিপুরদুয়ার শহরের ১১ নং ওয়ার্ড আশুতোষ ময়দানে পৌঁছে গিয়েছিলেন এসপি ওয়াই রঘুবংশি। শরীর চর্চার পাশাপাশি দিয়েছেন নেশামুক্ত সমাজের বার্তাও। গত দুদিনে শিক্ষার্থীদের ঢল নামছে ময়দানে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South Bengal Weather: উধাও শীতের আমেজ, ডিসেম্বরের শুরুতে কেমন আবহাওয়া? কবে ফিরবে ঠান্ডা?