Alipurduar: বিয়ের পিঁড়িতে বসেও স্কুল খোলার আর্জি শিক্ষকের, বরমাল্যর সঙ্গে রইল প্ল্যাকার্ড
Alipurduar News: স্কুল-কলেজ বন্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। এর মাঝে একই দাবি জানাতে অভিনব উপায় বের করলেন আলিপুরদুয়ারের পেশায় শিক্ষক অসীম দাস। নিজের বিয়ের অনুষ্ঠানকেই হাতিয়ার করেছেন।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: স্কুল শিক্ষকের বিয়ে (Wedding Ceremony)। জমজমাট বিয়ের আসর। কিন্তু সবকিছুর মধ্যেও নজর কাড়ছে বরের সাজ। মুখে মাস্ক (Mask), গলায় বরমাল্য, সঙ্গে স্কুল খোলার অনুরোধ জানিয়ে হাতে ধরা প্ল্যাকার্ড (Placard)। সেইভাবেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। স্কুল খোলার দাবিতে আলিপুরদুয়ারের (Alipurduar) কুমারপাড়া মথুরা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (School Teacher) অসীম দাসের অভিনব প্রতিবাদ। যা নিয়ে এখন শিক্ষা মহলে চলছে চর্চা। প্ল্যাকার্ডে তাঁর সামান্য আর্জি, "করোনা বিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক।"
করোনা অতিমারী (Corona Pandemic) থেকে বাঁচতে রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ (Protocols)। কিছু শিথিলতা থাকলেও জনজীবন একেবারে যে স্বাভাবিক হয়েছে তা বলা যায় না। নৈশ কার্ফু, বাজার বন্ধের মতো একাধিক নিয়মাবলী মেনে চলতে হচ্ছে রাজ্যবাসীকে। করোনার কারণে বেঁধে দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যাও। তবে প্রথমে ৫০ থেকে বাড়িয়ে সেই সংখ্যা ২০০ করা হয়েছে। অর্থাৎ দু'শো জন অতিথির উপস্থিতিতে হতে পারে অনুষ্ঠান। এমনই নির্দেশ সরকারের তরফে। এমনকী খোলা মাঠেও অনুষ্ঠানে ছাড় রয়েছে। কিন্তু এখনও বন্ধ স্কুল, কলেজ ইত্যাদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সেই নিয়েই উত্তাল রাজ্য-রাজনীতি।
স্কুল-কলেজ বন্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও সরকারের সমালোচনা হচ্ছে বিস্তর। এইসবের মাঝেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানাতে অভিনব উপায় বের করলেন আলিপুরদুয়ারের বাসিন্দা পেশায় শিক্ষক অসীম দাস। নিজের বিয়ের অনুষ্ঠানকেই হাতিয়ার করেছেন। ফালাকাটার সুভাষ পল্লীতে একসময় প্রাইভেট টিউশন পড়াতেন অসীম বাবু। সেই সূত্রে প্রেম। সোমবার নিজের বাড়িতেই বিয়ের আসর বসান স্কুল শিক্ষক। মুখে মাস্ক পরে বৈদিক মন্ত্রোচ্চারণে একই সঙ্গে বিয়েও সারলেন আবার প্রতিবাদও জানালেন।
আরও পড়ুন: Coochbehar : দুর্নীতির অভিযোগ, তৃণমূলী দম্পতিকে প্রার্থীপদ না দেওয়ার দাবি; জলঘোলা মাথাভাঙায়
অন্যদিকে স্কুল খোলার দাবিতে অভিভাবকেরাও ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যখন সব কাজই চলছে , তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে?
অসীম দাস স্পষ্ট জানান, বিগত ২ বছর বন্ধ স্কুলে মিড-ডে মিল নিতে আসা অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সকলের একটাই প্রশ্ন, 'স্কুল কবে খুলবে?' অভিভাবকদের অভিযোগ, স্কুল না খুললে বাচ্চারা বাড়িতে পড়াশুনা করছে না। বইপত্রের সঙ্গে ছাত্র-ছাত্রীদের যোগাযোগ থাকছে না। অসীমের অভিযোগ, কোভিড বিধি মেনে সামাজিক অনুষ্ঠান, মেলা, ভোট সবই চলছে অথচ স্কুল বন্ধ। তিনি বলেন, 'আমরাও কোভিড বিধি মেনে ২০০ জন নিয়ে ২৪ জানুয়ারি বিয়ে সেরেছি।' তবে একইসঙ্গে, স্কুল কেন খোলা হবে না বলে প্রশ্ন রাখেন তিনি। তাঁর আর্জি, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্কুলটা খুলে দেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্ম খুবই উপকৃত হবে।