Subrata Bakhsi: চাকরির প্রলোভন, সুব্রত বক্সীর জামাই পরিচয় দিয়ে ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। অভিযুক্তর কাছ থেকে দুটি নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত।
হিন্দোল দে, ঝিলম করঞ্জাই, আনন্দপুর: তৃণমূলের রাজ্য সভাপতির নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। আনন্দপুরের অভিজাত আবাসন থেকে দীপঙ্কর দাসকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ। সুব্রত বক্সীর জামাই পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে সরকারি চাকরি ও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার প্রলভন দেখিয়ে আদায় করা হত মোটা টাকা। আনন্দপুর থানায় এক ব্যক্তির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দীপঙ্কর দাসের বিরুদ্ধে। অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২ টি নীল বাতি লাগানো গাড়ি। একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ।
গতকালই আনন্দপুরে শিশু পাচারের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ সেই একই জায়গায় চাকরির নামে প্রতারিত হলেন এক ব্যক্তি। তৃণমূলের রাজ্য সভাপতির নাম করে এবার উঠল প্রতারণার অভিযোগ। আনন্দপুরের অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হল অভিযুক্তকে। ধৃতের নাম দীপঙ্কর দাস। অভিযোগ, প্রভাবশালী পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন ওই ব্যক্তি। নিজেকে পরিচয় দিতেন সুব্রত বক্সীর জামাই বলে।
প্রলোভন দেখাতেন সরকারি চাকরি পাইয়ে দেওয়ার। এভাবেই একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিলেন দীপঙ্কর। সম্প্রতি, আনন্দপুর থানায় দায়ের হয় একটি অভিযোগ। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা নেয় অভিযুক্ত। এরপরই দীপঙ্কর দাসের খোঁজ শুরু করে পুলিশ। রুবি সংলগ্ন এলাকার একটি অভিজাত আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ। অভিযুক্তের থেকে একটি নীলবাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত বলে মনে করছে পুলিশ।
গতকাল আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস করে পুলিশ। ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার হয় দাদু ও সৎ দিদিমা-সহ মোট ৫ জন। উদ্ধার হয় ২৩ দিনের সদ্যোজাত। বুধবীর রাতে শিশুসন্তান নিখোঁজ বলে বৃহস্পতিবার আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে দাদু এবং সৎ দিদিমার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। ধৃতদের মধ্যে দাদু ও সৎ দিদিমা ছাড়াও ৩ জন মহিলা। এদের মধ্যে ২ জন মহিলা দালাল ও পঞ্চমজন বেআইনিভাবে টাকা দিয়ে শিশুকে কিনেছিলেন। এই চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। গত অগাস্টে এই আনন্দপুরেই VF সেন্টারের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ উঠেছিল। ২২ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মা-সহ ৬ জনকে।